সৌদি আরবের নতুন প্রজন্মের ৮০ শতাংশ মানুষ ইসলাম ধর্মকে ভুয়া মনে করেন দাবিতে গুজব

চলতি বছর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৌদি আরবের নতুন প্রজন্মের ৮০% মানুষ ইসলাম ধর্ম ভুয়া বলে মনে করেন শীর্ষক একটি দাবি প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার৷  

৮০ শতাংশ মানুষ ইসলাম

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৌদি আরবের নতুন প্রজন্মের ৮০ ভাগ মানুষ ইসলাম ধর্মকে ভুয়া মনে করেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনোরকমের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির স্বপক্ষে সৌদি আরবের গণমাধ্যমসহ আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বাসযোগ্য কোনো সূত্রেই কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। উক্ত বিষয়ে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ইসলাম ধর্ম মান্যকারী যুবকদের সরাসরি উল্লেখকৃত কোনো সংখ্যাও পাওয়া যায়নি। 

তবে, জনসংখ্যা পরিসংখ্যানের বিষয়ে গ্লোবাল মিডিয়া ইনসাইট (জিএমআই) নামের প্ল্যাটফর্মে চলতি বছরের ৬ জুন তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে ২০২৪ সালের জুন পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান পাওয়া যায়। জিএমআই টিমের গবেষণা অনুযায়ী, সৌদি আরবে ২০২৪ সালের জুন পর্যন্ত ৩৭.৪৭ মিলিয়ন মানুষ বসবাস করেন এবং তার মধ্যে ৩৪.৮৫ মিলিয়ন জনগণ ইসলাম ধর্মের অনুসারী। অর্থাৎ, সৌদি আরবের মোট জনসংখ্যার প্রায় ৯৩ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তবে, এই সংখ্যাটিতে সব বয়সের জনগণ একত্রিত। আর, অনূর্ধ্ব ২৪ বছর পর্যন্ত সৌদি আরবের জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৩৯ শতাংশ। ২৪ বছর বয়স পর্যন্ত তরুণদের নতুন প্রজন্মের তরুণ ধরলে তার ৮০ ভাগ হবে প্রায় ৩১.২ শতাংশ। অর্থাৎ, আলোচিত দাবি অনুযায়ী অনূর্ধ্ব ২৪ বছর বয়সের জনগণ বা নতুন প্রজন্মের ৮০ শতাংশ ইসলাম ধর্মকে ভুয়া মনে করলে মোট জনসংখ্যার মধ্যে ইসলাম ধর্ম অনুসারী হওয়ার কথা সর্বোচ্চ ৬৮.৮ শতাংশ। কিন্তু, উক্ত প্রতিবেদন অনুসারে আদতে সৌদি আরবে ২০২৪ সালের জুন পর্যন্ত ইসলাম ধর্ম অনুসারীর সংখ্যা প্রায় ৯৩ শতাংশ। যা স্পষ্টতই আলোচিত দাবির তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।

তাছাড়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নানা বিষয়ে জরিপ ও তথ্য প্রকাশ করা প্ল্যাটফর্ম Arab Barometer এ ২০২৩ সালের ২৩ মার্চ তারিখে “MENA Youth Lead Return To Religion” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২১-২০২২ সালের জরিপ অনুযায়ী, MENA অঞ্চলের (মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চল) বেশিরভাগ দেশেই ধর্ম থেকে দূরে থাকা যুবকদের সংখ্যা সম্প্রতি কমছে। ২০১৮-১৯ সালের জরিপ অনুযায়ী, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ধর্মে অবিশ্বাসী বা ধার্মিক না এমন যুবক সবচেয়ে বেশি তিউনিশিয়ায় (৪৬ শতাংশ)। শীর্ষ ৫-এ পাওয়া যায়নি সৌদি আরবের নাম। 
প্রতিবেদন অনুসারে, ২০২১-২০২২ সালের জরিপে MENA অঞ্চলে সবচেয়ে বেশি অধার্মিক মানুষজনও তিউনিশিয়ায় (২৭ শতাংশ)। উল্লেখ্য, উক্ত সংখ্যাটি সব বয়সী মানুষজন একত্রিত করে হিসাব করা সংখ্যা। তবে, সব বয়সী একত্রিত করেও ২০১৮-২০১৯ সালের তুলনায় MENA অঞ্চলের প্রায় সব দেশেই অধার্মিকদের সংখ্যা কমছে। কেননা, ২০১৮-২০১৯ সালে তিউনিশিয়াতেও এই সংখ্যা ছিল ৩১ শতাংশ।

Photo : Arab Barometer

ধর্ম বিষয়ক তথ্যের আর্কাইভ ARDA এর ২০২০ সালের ডাটাবেজের পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে ৯০ শতাংশের অধিক মানুষ মুসলিম৷ যদিও পরিসংখ্যানটিতে যুবকদের তালিকা পাওয়া যায়নি। তবে, যুবকদের বা নতুন প্রজন্মের সৌদি আরবের জনগণের একটি বৃহৎ অংশ বাদ দিয়ে ৯০ শতাংশ মুসলিম গঠন করা সম্ভব নয়।

তাছাড়া, সৌদি আরবের ২০২২ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, ৩০ বছরের কম বয়সী মানুষদের সংখ্যা সৌদির মোট জনসংখ্যার ৬৩ ভাগ। উক্ত জনসংখ্যার বৃহৎ অংশ অধার্মিক হলে সৌদি আরবে প্রায় ৯০ শতাংশ মুসলিম জনসংখ্যা গঠন হতো না।

তবে, সৌদি আরব থেকে প্রকাশিত সংবাদপত্র আরব নিউজে প্রায় ৫ বছর পূর্বে ২০১৯ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, প্রায় ৭৯ শতাংশ আরব তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার সাধনের আহ্বান করেন। তবে, সেখানে ইসলাম ধর্মকে ভুয়া বলার বা মনে করার কোনো কথা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য যে, আরব বলতে সৌদি আরব ছাড়াও অন্যান্য বেশকিছু দেশের অধিবাসীকেও বোঝানো হয়ে থাকে।

ওয়াশিংটন ইনস্টিটিউট কর্তৃক পরিকল্পিত মধ্যপ্রাচ্যের মাঠপর্যায়ের তথ্য প্রচার করা প্ল্যাটফর্ম ফিকরা ফোরামে ২০২৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে জানা যায়, প্রায় অর্ধেক (৪৩%) সৌদি আরবী জনগণ মডারেট ইসলামের পক্ষে। ৩০ বছরের কম বয়সীদের মধ্যেও এই প্রবণতাটি দেখা যায়। প্রতি প্রজন্মের প্রায় এক-চতুর্থাংশ মানুষজন মডারেট ইসলামের পক্ষে। তবে, সেখানেও ইসলাম ধর্মকে ভুয়া মনে করার কোনো দাবি নেই। 

এ বিষয়ে জানতে সৌদি আরবের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান নো রিউমারস এর প্রতিষ্ঠাতা রায়ান আদিলের সাথে কথা বলেছে রিউমর স্ক্যানার৷ তিনি বলছেন,“আমি এমন তথ্য আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। এটা পুরোপুরি ভুয়া খবর।”

মূলত, কোনোরকম তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৌদি আরবের নতুন প্রজন্মের ৮০% মানুষ ইসলাম ধর্ম ভুয়া বলে মনে করেন শীর্ষক একটি দাবি প্রচার করা হচ্ছে। কিন্তু, উক্ত দাবির স্বপক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং, সৌদি আরবের নতুন প্রজন্মের ৮০% মানুষ ইসলাম ধর্ম ভুয়া বলে মনে করেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img