উত্তরায় ০২ আগস্টের বিক্ষোভ মিছিলে ৮ জন নিহত হওয়ার দাবিটি মিথ্যা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীর উত্তরায় ০২ আগস্টের বিক্ষোভ মিছিলে সহিংসতার ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

মিছিলে ৮ জন নিহত

ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ০২ আগস্ট চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া গণমিছিল কর্মসূচির সমর্থনে উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদেরে সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে, উক্ত ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সুতরাং, রাজধানীর উত্তরায় ০২ আগস্টের বিক্ষোভ মিছিলে ৮ জনের মৃত্যু সংক্রান্ত দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img