১৯৭১ এর নয়, এটি ১৯৩৪ সালে ব্রিটিশ সেনাবাহিনীর ছবি

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল ব্যক্তির সেতু পেরিয়ে সম্মুখে অগ্রসর হওয়ার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি এক দল মুক্তিযোদ্ধাদের অপারেশনে যাওয়ার সময়ের। দাবি করা হচ্ছে, ১৯৭১ সালে এ ছবি তুলেছিলেন ফটোগ্রাফার জালাল উদ্দীন হায়দার।

১৯৭১

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত এই ছবিটি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের অপারেশনে যাওয়ার সময়ের নয় বরং, ছবিটি ১৯৩৪ সালে ব্রিটিশ সেনাবাহিনীর নরফোক রেজিমেন্টের। তাছাড়া, আলোকচিত্রী জালাল উদ্দীন হায়দারও এই ছবিটির চিত্রগ্রাহক নয় বরং, এই ছবির চিত্রগ্রাহক ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার অ্যালান ব্ল্যাকিস্টান কিউবিক।

এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাজ্যের নরফোক মিউজিয়ামের সংগ্রহশালার ওয়েবসাইটে প্রকাশিত একটি ফটো অ্যালবাম খুঁজে পাওয়া যায়। সেখানে যুক্ত একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

ওয়েবসাইটে ছবিটির বিষয়ে উল্লিখিত বিস্তারিত অংশ থেকে জানা যায়, ছবিটি ঢাকায় ১৯৩৪ সালে তোলা হয়েছিল। অ্যালান ব্ল্যাকিস্টান কিউবিক নামের ব্রিটিশ সেনাবাহিনীর নরফোক রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের এক অফিসারের অ্যালবাম থেকে আলোচিত এই ছবিটি সংকলন করা হয়েছে। ছবিতে সম্মুখ দিকে অগ্রসর হওয়া সৈন্যরা সে সময় ঢাকায় ফ্ল্যাগ মার্চ করছিলেন। তারা নরফোক রেজিমেন্টের বি কোম্পানির সদস্য।

এছাড়াও, দেশীয় ব্লগসাইট সামহোয়্যারইন ব্লগে ২০১৩ সালের ১৩ জুন প্রকাশিত কিছু ছবির মধ্যে আলোচিত ছবিটিও খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লিখিত তথ্য থেকেও জানা যায় যে, আলোচিত এই ছবিটি ১৯৩৪ সালে তোলা হয়েছিল। ছবির ব্যক্তিরা ব্রিটিশ সেনাবাহিনীর নরফোক রেজিমেন্টের বি কোম্পানির সদস্য।

আরও জানা যায়, ব্রিটিশ সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট হিসেবে ‘নরফোক রেজিমেন্ট’ (পরবর্তীতে ‘রয়্যাল নরফোক রেজিমেন্ট’) গঠন করা হয়। নরফোক এর কাউন্টি রেজিমেন্ট হিসাবে ১৮৮১ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয় ‘নরফোক রেজিমেন্ট’। এটি মূলত ৯ম ইষ্ট নরফোকের পদাতিক রেজিমেন্টের সাথে স্থানীয় মিলিশিয়া এবং রাইফেল ভলান্টিয়ার নিয়ে গঠন করা হয়েছিল। এই রেজিমেন্টটি ১ম বিশ্বযুদ্ধে ওয়েষ্টার্ণ ফ্রণ্ট এবং মধ্যপ্রাচ্যে লড়াই করেছে।

১৯৩৫ সালের ৩রা জুন হতে রেজিমেন্টটি ‘রয়্যাল নরফোক রেজিমেন্ট’ হিসেবে পরিচিত হয়। ২য় বিশ্ব যুদ্ধে এই রেজিমেন্ট ব্যাটেল অফ ফ্রান্স, দূর প্রাচ্য এবং উত্তর-পূর্ব ইউরোপে লড়াইয়ে অংশগ্রহণ করে। ঢাকায় ‘রয়্যাল নরফোক রেজিমেন্ট’-এর ঘাটি ছিল।

ছবিটির বিষয়ে জানতে জালালউদ্দিন হায়দারের ছেলে নাজিম উদ্দীন হায়দারের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন, ছবিটি তার বাবার তোলা নয়। উল্লেখ্য, জালালউদ্দিন হায়দার গত বছরের মার্চে (২০২৩) মারা যান।

সুতরাং, ১৯৩৪ সালে এক ব্রিটিশ সেনা অফিসারের তোলা একদল ব্রিটিশ সেনাবাহিনীর একটি ছবিকে ১৯৭১ সালে চিত্রগ্রাহক জালাল উদ্দীন হায়দারের তোলা মুক্তিযোদ্ধাদের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img