সম্প্রতি, ‘বিয়ের বয়স মেয়েদের ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ করে মন্ত্রীসভায় নতুন আইন পাশ হয়েছে’ শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিয়ের বয়স মেয়েদের ১৬ ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ করে মন্ত্রিসভায় নতুন আইন পাস হওয়ার তথ্যটি সঠিক নয় বরং ২০১৪ সালে বাংলাদেশে বাল্যবিবাহ রোধে প্রস্তাবিত আইনে উক্ত বয়সের কথা উল্লেখ থাকলেও পরবর্তীতে সেটি চূড়ান্তভাবে পাস হয়নি। তাছাড়া ২০১৭ সালে ‘বাল্য বিবাহ নিরোধ বিল-২০১৭’ পাস হয়। উক্ত আইনে বিয়ের সর্বনিম্ন বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলের ক্ষেত্রে ২১ বছর রাখা হয়েছে।
দাবিটি’র সূত্রপাত
কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে দেশীয় অনলাইন পোর্টাল বিডিসি নিউজ৭১ এ ২০১৯ সালের ০৩ অক্টোবর ‘বিয়ের বয়স মেয়েদের ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর বয়স করে মন্ত্রীসভায় নতুন আইন পাশ’ শীর্ষক শিরোনামে ও জনতার কথা বলে নামের পোর্টালে ২০২২ সালের ২৬ আগস্ট একই শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে উল্লেখিত তথ্যগুলো বিবিসি নিউজের বাংলা সংস্করণে ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ‘বাল্য বিবাহের দোষে শাস্তি বাড়ছে, কমছে বয়স’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। উক্ত প্রতিবেদনে উল্লেখিত তথ্যের সাথে ওই প্রতিবেদনগুলোর তথ্যের হুবহু মিল পাওয়া যায়।
বিবিসি নিউজে প্রকাশিত এসম্পর্কিত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০১৪ সালে বাংলাদেশে বাল্যবিবাহ রোধে প্রস্তাবিত এক আইনে সাজা ও জরিমানার মেয়াদ বাড়ানোর পাশাপাশি বিয়ের বয়স কমিয়ে নারীদের জন্য ১৬ এবং পুরুষদের জন্য ১৮ করা হয়েছে।
তবে বিবিসি’র উক্ত প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এসংক্রান্ত আইনটি প্রস্তাবিত ছিল। চূড়ান্তভাবে পাস হয়নি।
পরবর্তী অনুসন্ধানে ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’ ওয়েবসাইটে ‘সংসদে বাল্য বিবাহ নিরোধ বিল-২০১৭ পাস’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাস হওয়া আইন অনুযায়ী বিয়ের জন্য সর্বনিম্ন বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর ও ছেলের ক্ষেত্রে ২১ বছর উল্লেখ করা হয়েছে এবং এর কম বয়সীদের বিয়ের জন্য অপ্রাপ্ত বয়স্ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তৎকালীন মহিলা ও ,শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জাতীয় সংসদে ‘বাল্য বিবাহ নিরোধ বিল-২০১৭’ প্রস্তাব করেন। পরবর্তীতে কণ্ঠভোটে সেটি পাস হয়।
তবে উক্ত আইনের ১৯ ধারায় বলা হয়েছে, “এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোন বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে, বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।”

উক্ত ধারাতেও বিশেষ কোনো বয়সের কথা উল্লেখ করা হয়নি।
তাছাড়া ২০১৭ সালে সংসদে উক্ত বিলটি পাশ হওয়ার পর তা সেবছরের মার্চে রাষ্ট্রপতির অনুমোদন পায়। পরবর্তীতে বাল্যবিবাহ সম্পর্কিত এই আইন সংশোধন কিংবা অন্যকোনো নতুন আইন পাসের কোনো তথ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ২০১৭ সালে পাস হওয়া বাল্য বিবাহ নিরোধ বিলে বিয়ের সর্বনিম্ন বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলের ক্ষেত্রে ২১ বছরই রয়েছে এবং এই আইনের বিশেষ বিধানেও নির্দিষ্ট কোনো বয়সের কথা উল্লেখ নেই।
মূলত, ২০১৪ সালে বাংলাদেশে বাল্যবিবাহ রোধে প্রস্তাবিত এক আইনে সাজা ও জরিমানার মেয়াদ বাড়ানোর পাশাপাশি বিয়ের বয়স কমিয়ে নারীদের জন্য ১৬ এবং পুরুষদের জন্য ১৮ করা হয়। সেসময় এবিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে উক্ত আইনটি সেসময় চূড়ান্তভাবে পাস হয়নি। তবে উক্ত বিষয়টিকেই সাম্প্রতিক সময়ে বিয়ের বয়স মেয়েদের ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ করে মন্ত্রিসভায় নতুন আইন পাশ হয়েছে শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ২০১৭ সালে ‘বাল্য বিবাহ নিরোধ বিল-২০১৭’ পাস হয়। উক্ত আইনে বিয়ের সর্বনিম্ন বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলের ক্ষেত্রে ২১ বছর রাখা হয়েছে। ২০১৭ সালের পরবর্তী সময়ে এই আইন সংশোধন কিংবা এ বিষয়ে নতুন কোনো আইন পাস হয়নি।
সুতরাং, বিয়ের বয়স মেয়েদের ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ করে মন্ত্রিসভায় নতুন আইন পাস হয়েছে দাবিতে সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BBC NEWS: বাল্য বিবাহের দোষে শাস্তি বাড়ছে, কমছে বয়স
- Bangladesh National Portal: সংসদে বাল্য বিবাহ নিরোধ বিল-২০১৭ পাস
- Ministry of Law: http://bdlaws.minlaw.gov.bd/act-1207/section-45748.html
- BDNEWS 24: বাল্য বিবাহ নিরোধ বিলে রাষ্ট্রপতির অনুমোদন
- Rumor Scanner’s Own Analysis