কোটা আন্দোলনের জন্য দায়ী তারেক রহমান শীর্ষক মন্তব্য করেননি মির্জা ফখরুল 

সম্প্রতি, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করলেন আন্দোলনের জন্য দায়ী তারেক রহমান’ শীর্ষক দাবিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শোনা যায়, …হত্যার ঘটনা, পরবর্তীকালে আপনার যে আন্দোলন এবং আন্দোলন হত্যার ঘটনা, পরবর্তীকালে আপনার যে ভাঙচুর হয়েছে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রহমান সাহেব।”

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৯০ হাজার বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৩ হাজার ৯ শত বারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ২ হাজারেরও বেশি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোটা আন্দোলনের জন্য দায়ী তারেক রহমান শীর্ষক মন্তব্য করেননি মির্জা ফখরুল শীর্ষক দাবিটি সঠিক নয় বরং গত ২৪ জুলাই এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোটা সংস্কার আন্দোলন ও সেই আন্দোলনকে ঘিরে নানা বিষয় নিয়ে কথা বলেন। তার সেই সংবাদ সম্মেলনের একটি অংশ ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ২৪ জুলাই ‘ছাত্রদের সঙ্গে সরকারের সমঝোতা হয়নি: ফখরুল | Mirza Fakhrul Islam | Quota Reform Protest | BNP’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শোনা যায়, “কারফিউ দেওয়ার পর থেকে সরকার অত্যন্ত সচেতনভাবে একটা জিনিস প্রমাণ করতে চাইছেন যে …হত্যার ঘটনা, পরবর্তীকালে আপনার যে আন্দোলন এবং আন্দোলন হত্যার ঘটনা, পরবর্তীকালে আপনার যে ভঙচুর হয়েছে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রহমান সাহেব”। এছাড়াও, বলতে শোনা যায়, “প্রত্যেক কথার মধ্যেই তারা এটা বলছে। এ থেকে বোঝা যায় যে তাদের এই বক্তব্যগুলোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান সাহেবকে হেয়প্রতিপন্ন করা, তার ভাবমূর্তিকে বিনষ্ট করা এবং জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে আসলে সমস্যগুলো নিয়ে তারা কথা বলছে না।” এছাড়াও ভিডিওটিতে তিনি কোটা সংস্কার আন্দোলনের নানা বিষয় নিয়ে কথা বলেন।

অর্থাৎ, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য থেকে “…হত্যার ঘটনা, পরবর্তীকালে আপনার যে আন্দোলন এবং আন্দোলন হত্যার ঘটনা, পরবর্তীকালে আপনার যে ভঙচুর হয়েছে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রহমান সাহেব” শীর্ষক ভিডিওর ক্লিপ ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, কোটা সংস্কার আন্দোলনে হত্যার ঘটনা এবং যে ভাঙচুর হয়েছে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রহমান সাহেব শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল ইসলাম করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img