সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীসহ ছাত্রলীগের কর্মীদের ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও।
এরই প্রেক্ষিতে সম্প্রতি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছোট ছেলে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও’র ব্যক্তিটি ইমরান খানের ছেলে নয় বরং, ছেলেটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের বাসিন্দা এবং পেশায় একজন ইউটিউবার ও ইমোশনাল স্পিকার।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একটি ছেলে উর্দূতে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছেন।
পরবর্তীতে, ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘CHOTA IMRAN KHAN’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২৮ জুলাই ‘Bangladesh job quota protest | police arrest student | CHOTA IMRAN KHAN’ শীর্ষক শিরোনামে আপলোডকৃত ভিডিওটি পাওয়া যায়।
উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চ্যানেলটিতে ছেলেটি বিভিন্ন ইস্যু নিয়ে ভিডিও তৈরি করে তা আপলোড করেন, বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সমর্থিত। আলোচিত ভিডিওটি ছাড়াও বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে তিনি আরও কিছু ভিডিও আপলোড করেন। দেখুন ১, ২, ৩।
এছাড়া, উক্ত ইউটিউব চ্যানেলটির অ্যাবাউট সেকশনে যুক্ত করে দেওয়া ‘Chota Imran Khan Buner’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায়, তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের বাসিন্দা।
ছেলেটির ইউটিউব ও ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে জানা যায়, তিনি পেশায় একজন ইমোশনাল স্পিকার ও ইউটিউবার।
পরবর্তীতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে সম্পর্কে জানতে পাকিস্তানে ইংরেজি সংবাদ পত্র ‘The Express Tribune’ এর ওয়েবসাইটে ৩০ জুলাই ‘Imran Khan’s sons follow his cricket legacy’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ইমরান খানের দুই ছেলে সুলায়মান ও কাসিম এর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাদের মা জেমিমা গোল্ডস্মিথ যেখানে, সুলাইমানের ছবির ক্যাপশনে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ অন্যদিকে কাসিমের ছবিতে লিখেছেন ‘ফাস্ট বোলার’।
অর্থাৎ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলেই বর্তমানে ক্রিকেট নিয়ে ব্যস্ত এবং আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও’র ছেলেটি একজন ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই সমর্থক।
মূলত, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা ও সংঘাতের ঘটনাপ্রবাহের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছোট ছেলে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে । তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও’র ছেলেটি ইমরান খানের ছেলে নয়। প্রকৃতপক্ষে, ছেলেটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের বাসিন্দা এবং পেশায় একজন ইউটিউবার ও ইমোশনাল স্পিকার।
সুতরাং, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছোট ছেলে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন দাবিতে ভিন্ন ব্যক্তির ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- CHOTA IMRAN KHAN: Bangladesh job quota protest | police arrest student | CHOTA IMRAN KHAN
- Facebook: Chota Imran Khan Buner
- The Express Tribune: Imran Khan’s sons follow his cricket legacy
- Rumor Scanner’s Own Analysis