গত ২১ অক্টোবর হত্য মামলায় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) দিবাগত রাতে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি, ব্যরিস্টার সুমন মুক্তি পেয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দবিতে প্রচারিত ইউটিউব ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)
এই প্রতিবেদন লেখা অবধি ইউটিউবে এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লক্ষ বারেরও বেশি।
উক্ত দাবিতে প্রচারিত টিকটক ভিডিও দেখুন – এখানে (আর্কাইভ)
টিকটকে এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭ লক্ষ ৯০ হাজারেরও বেশি বার।
ফ্যাক্টচেক
রিউরম স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক কারাগার থেকে মুক্তি পাননি বরং, অধিক ভিউ পাওয়ার আশায় পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দেখিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওর শুরুতেই এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “এই মুহূর্তে মুক্তি পেয়েছেন ব্যারিস্টার সুমন। সমর্থকরা ব্যারিস্টার সুমনের মুক্তি নিয়েই ছাড়লেন। ভক্তদের নিয়ে ব্যারিস্টার সুমন বক্তব্য দিচ্ছেন।” এরপর বিস্তারিত অংশে একজন ব্যক্তি ব্যারিস্টার সুমন মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পর ব্যারিস্টার সুমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ভিডিও দেখান। ভিডিওটিতে বক্তব্য দেওয়ার সময় ব্যরিস্টার সুমনকে কাঁদতে দেখা যায়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘MD SHAMIM S’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ ডিসেম্বর ‘বিমান মন্ত্রী বলে আমি জারজ সন্তান-বক্তব্য দিতে গিয়ে কাদঁলেন ব্যারিস্টার সুমন Barrister sumon news’ শীর্ষক শিরোনমে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।
ডিডিওটি পর্যলোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটি এবং আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি একই ঘটনার। ভিন্ন অ্যাঙ্গেলের হলেও ভিডিওটিতে একটি নির্দিষ্ট অংশ থেকে ব্যারিস্টার সুমন ও তার আশেপাশে থাকা লোকদের দৃশ্যের সাথে ব্যারিস্টার সুমনের বক্তব্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও সাদৃশ্যতা লক্ষ্য করা যায়।
ভিডিওটিতে ব্যারিস্টার সুমনকে চুনারুঘাটে ব্রিজ করে দেওয়া ও তাকে জারজ সন্তান বলা নিয়ে বিভিন্ন কথা বলতে দেখা যায়।
অর্থাৎ, এই ভিডিওটি তিনি গত বছরের। যার সাথে সাম্প্রতিক সময়ে তার গ্রেফতার পরবর্তী সময়ের আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
এছাড়াও, ব্যারস্টার সুমন কারাগার থেকে মুক্তি পেয়েছেন কিনা জনাতে গুগলে কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে ব্যারিস্টার সুমন কারাগার থেকে মুক্তি পেলে গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা কিন্তু গণমাধ্যমে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, ব্যারিস্টার সুমনের পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দেখিয়ে ব্যারিস্টার সুমন কারাগার থেকে মুক্তি পেয়েছেন দাবিটি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- MD SHAMIM S: বিমান মন্ত্রী বলে আমি জারজ সন্তান-বক্তব্য দিতে গিয়ে কাদঁলেন ব্যারিস্টার সুমন Barrister sumon news
- Rumor Scanner’s Own Analysis