সম্প্রতি, জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার খুশিতে অতিরিক্ত মদ্যপানে কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে দাবিতে একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান জানা যায়, জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার আনন্দে অতিরিক্ত মদ্যপানে কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়া মারা যাননি। প্রকৃতপক্ষে, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এই নেতার খুশিতে মদ পান করে নাচার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তবে এই নেতার মৃত্যুর দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। তিনি বেঁচে আছেন।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে জামিনে মুক্তি পাওয়ায় অতিরিক্ত মদ্যপানে কিশোরগঞ্জের কোনো আওয়ামী লীগ নেতার মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
তবে অনলাইনভিত্তিক গণমাধ্যম বার্তা বাজার-এর ওয়েবসাইটে গত ৬ জুলাই জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে ব্যবহৃত ব্যক্তির ছবির সাথে উক্ত প্রতিবেদনের ছবির হুবহু মিল রয়েছে। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি কিশোরগঞ্জের মিঠামইনের ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার। জুলাই আন্দোলনের একাধিক মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তবে উচ্চ আদালত থেকে দুই মামলায় জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান। মুক্তি পাওয়ার পর আওয়ামী লীগের লোকজন নিয়ে তার রাতে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক এবং নেশাগ্রস্থ হয়ে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার তথ্যও পাওয়া যায় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তার এমন মদ্যপান করে নাচার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়। প্রতিবেদনটিতে ওই আওয়ামী লীগ নেতার সাথে ভাইরাল ভিডিওর বিষয়ে আলাপ হওয়ার কথা বলা হয়।
আলোচিত ভিডিওর বিষয়ে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল ২৪ এর ফেসবুক পেজে কিশোরগঞ্জের ওই আওয়ামী লীগ নেতার মদ্যপান করে নাচের ভাইরাল ভিডিওটির সন্ধান পাওয়া যায়।
প্রতিবেদনগুলোর কোথাও অতিরিক্ত মদ্যপানের কারণে আওয়ামী লীগ নেতার মৃত্যুর কথা বলা হয়নি। বরং ভিডিওর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে তার সাথে কথা বলা হয়েছে বলে জানা গেছে।
সুতরাং, জামিনে জেল থেকে মুক্তি পাওয়ার খুশিতে অতিরিক্ত মদ্যপানে কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Barta Bazar Website: জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য
- Dhaka Post Website: জামিনে মুক্তি পেয়েই মদ পান করে আ.লীগ নেতার নৃত্য, ভিডিও ভাইরাল
- Channel 24 News Facebook Page: জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য
- Rumor Scanner’s Analysis