প্রতিটি স্কুলে সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেননি

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ‘প্রতিটা স্কুলে এখন থেকে ট্রেনিং দিবে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচার করা হয়েছে।

ফেসবুক প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এখন থেকে প্রতিটি স্কুলে সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। তাছাড়া, উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে৷ তবে, প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা  যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্যপ্রমাণ খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক আজকের পত্রিকা-র ওয়েবসাইটে ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময়ের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলায় দেশি-বিদেশি ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner 

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এটিতে ব্যবহৃত স্বরাষ্ট্র উপদেষ্টার ছবির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। এছাড়াও ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি সিলেট সার্কিট হাউসে বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র-আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলার সময় ধারণ করা হয়েছে। 

উক্ত প্রতিবেদনে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং রাজধানীর তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয় নিয়ে নানা আলাপ করতে দেখা গেলেও তাকে আলোচিত দাবিটির বিষয়ে কিছু বলতে দেখা যায়নি। 

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক আজকের পত্রিকা-এর ফেসবুক পেজে প্রচারিত স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রদানের একই দিনের একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

ভিডিওটি পর্যালোচনা করেও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে সেদিন আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়না।

অর্থাৎ, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে জড়িয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ডক্রাফট মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব। যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে।’

সুতরাং, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ‘প্রতিটা স্কুলে এখন থেকে ট্রেনিং দিবে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img