সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন এবং সন্ধ্যা ৭ টায় বিদেশ যাচ্ছেন- শীর্ষক দাবিতে অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদের লোগো এবং ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন দাবিতে অর্থসংবাদ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ডিজাইন নকল করে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অর্থসংবাদের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৩ মে, ২০২৫ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে অর্থসংবাদের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডটির ফন্ট এবং কালার গ্রেডিংয়ের সাথে অর্থসংবাদের প্রচলিত ফটোকার্ডের ফন্ট এবং কালার গ্রেডিংয়ের পার্থক্য লক্ষ্য করা যায়।

তবে, অর্থসংবাদের ফেসবুক পেজে একই তারিখে অর্থাৎ ২৩ মে বিকেল ৩টা ৩৩ মিনিটে “অর্থসংবাদের নামে ভুয়া ফটোকার্ড ব্যবহার করে বিএসইসি চেয়ারম্যানকে নিয়ে গুজব” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত এক সংবাদে আলোচ্য ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত বলে জানানো হয়।

পাশাপাশি, অর্থসংবাদের ফেসবুক পেজে সতর্কীকরণ পোস্টে সংযুক্ত বিস্তারিত প্রতিবেদনে বলা হচ্ছে, অর্থসংবাদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া ফটোকার্ড দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে একটি কুচক্রী মহল। অর্থসংবাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে প্রচারিত কোনো তথ্যের জন্য অর্থসংবাদ দায়ী থাকবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অর্থাৎ, অর্থসংবাদের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত দাবির পক্ষে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, দেশীয় অন্য কোনো সংবাদমাধ্যমে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের বিষয়ে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ হতে দেখা যায়নি।
সুতরাং, ‘বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন এবং সন্ধ্যা ৭ টায় বিদেশ যাচ্ছেন’ শীর্ষক শিরোনামে অর্থসংবাদের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র