সম্প্রতি, ‘রাতেই দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী, রক্তাক্ত চট্টগ্রাম ৩৪৭ পুলিশ পিটিয়ে খতম’ শীর্ষক শিরোনাম উল্লেখপূর্বক থাম্বনেইলে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।

Desh tv 71 নামে একটি চ্যানেল থেকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে নয় হাজারের অধিক বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাতেই দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চট্টগ্রামে ৩৪৭ পুলিশকে পিটিয়ে হত্যা শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, শেখ হাসিনার গতকাল ০৮ জুন সকালে ভারতে গিয়েছেন। তাছাড়া, চট্টগ্রামে পুলিশকে পিটিয়ে হত্যার কোনো ঘটনা ঘটেনি৷
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে কোথাও রাতেই দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চট্টগ্রামে ৩৪৭ পুলিশকে পিটিয়ে হত্যার দাবি সম্পর্কিত সংবাদ বা সূত্র উপস্থাপন করা হয়নি। এমনকি ভিডিওটিতে আলোচিত দাবির সাথে প্রাসঙ্গিক কোনো তথ্যেরও উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ ভিডিওটি’র থাম্বনেইলে প্রচারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসামঞ্জস্যতা রয়েছে। ৮ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওটিতে ছয়টি ভিন্ন ভিন্ন সংবাদ উপস্থাপন করা হয়েছে।
সংবাদ যাচাই ০১
এখানে বলা হয়, আওয়ামী লীগ মিথ্যার ওপর টিকে আছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ বিষয়ে যে সংবাদের স্ক্রিনশট দেখানো হয়েছে তা কালবেলার ওয়েবসাইটে গত ৭ জুন ‘আ.লীগ মিথ্যার ওপর টিকে আছে : মির্জা ফখরুল’ শিরোনামে প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মিথ্যার ওপর টিকে আছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের (সরকার) যত পরিসংখ্যান সবই মিথ্যা ও বানানো।
সংবাদ যাচাই ০২
এখানে বলা হয়, ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর দীর্ঘ ৮ মাসের বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। সম্প্রতি আন্তর্জাতিক আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাফা শরাণার্থী শিবিরে হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। এজন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে।
এই বিষয়ে যে সংবাদের স্ক্রিনশট দেখানো হয়েছে তাও কালবেলার ওয়েবসাইটে গত ৭ জুন ‘ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে’ শিরোনামে প্রকাশিত হয়েছিল।
সংবাদ যাচাই ০৩
এখানে বলা হয়, আ.লীগের আনন্দ মিছিলে দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৮। এই বিষয়ে যে সংবাদের স্ক্রিনশট দেখানো হয়েছে সেটিও কালবেলার ওয়েবসাইটে গত ৭ জুন ‘আ.লীগের আনন্দ মিছিলে দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৮’ শিরোনামে প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৮ জন আহত হয়েছে। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে দু’পক্ষের অবস্থান কর্মসূচিতে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্ণফুলী থানা পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
সংবাদ যাচাই ০৪
এখানে বলা হয়, কালো টাকা সাদার সুযোগ, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকের হাতে আটকে আছে, টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে।এই বিষয়ে যে সংবাদের স্ক্রিনশট দেখানো হয়েছে তা কালবেলার ওয়েবসাইটে গত ৭ জুন ‘কালো টাকা সাদার সুযোগ, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ’তিনি (শেখ হাসিনা) বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনা করা হচ্ছে। এজন্যই দেশের উন্নতি হচ্ছে। আওয়ামী লীগের আমলে দেশের যে অগ্রগতি হয়েছে তা আর সব সরকার মিলেও করতে পারেনি। আওয়ামী লীগ প্রমাণ করেছে সরকারে একমাত্র আওয়ামী লীগ আসলে দেশ ও দেশের মানুষের উন্নতি হয়।’
সংবাদ যাচাই ০৫
এখানে বলা হয়, কর দিলে বেনজীরের সম্পদ বৈধ হবে কিনা, কী বলছেন এনবিআর চেয়ারম্যান.এই বিষয়ে যে সংবাদের স্ক্রিনশট দেখানো হয়েছে তা কালবেলার ওয়েবসাইটে গত ৭ জুন ‘কর দিলে বেনজীরের সম্পদ বৈধ হবে কিনা, কী বলছেন এনবিআর চেয়ারম্যান’ শিরোনামে প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি নিয়ে ফৌজদারি মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় তার সম্পত বৈধ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
সংবাদ যাচাই ০৬
এখানে বলা হয়, মোদির সঙ্গে থাকা নিয়ে যা বললো নাইডু। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। এ দফায় প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডুর। তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ওপর পূর্ণ আস্থা রেখেছেন। শুক্রবার (০৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা এদিক-ওদিকে যেতে চান তাদের লাভ হবে না। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই আপনার সঙ্গে থাকব, আপনার নেতৃত্বে একত্রে কাজ করব।
এখানে যে সংবাদের স্ক্রিনশট দেখানো হয়েছে তা কালবেলার ওয়েবসাইটে গত ৭ জুন ‘মোদির সঙ্গে থাকা নিয়ে যা বললেন নাইডু’ শিরোনামে প্রকাশিত হয়েছিল।
অর্থাৎ, ভিডিওতে প্রদর্শিত সংবাদগুলোর কোনোটিতেই রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া এবং চট্রগ্রামে ৩৪৭ পুলিশকে পিটিয়ে হত্যা সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ নেই।
এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ করে রাতেই দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চট্টগ্রামে ৩৭৪ পুলিশকে পিটিয়ে হত্যা এমন কোনো সংবাদ মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আলোচিত ভিডিওটি প্রকাশিত হয় ৭ জুন । প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যান ০৮ জুন। অর্থাৎ, ৭ জুন প্রধানমন্ত্রী বাংলাদেশেই ছিলেন। এছাড়া, চট্টগ্রামে ৩৭৪ পুলিশকে পিটিয়ে হত্যা দাবি সংক্রান্ত কোনো সংবাদ মূল ধারার কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি।
মূলত, Desh tv 71 নামে একটি চ্যানেল থেকে প্রচারিত একটি ভিডিওর থাম্বনেইলে ‘রাতেই দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চট্টগ্রামে ৩৪৭ পুলিশকে পিটিয়ে হত্যার’ দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনা ঘটেনি। ৮ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওটিতে ছয়টি ভিন্ন ভিন্ন যে সংবাদগুলো উপস্থাপন করা হয়েছে তার কোথাও রাতেই দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চট্টগ্রামে ৩৪৭ পুলিশকে পিটিয়ে হত্যার দাবি সম্পর্কিত সংবাদ উপস্থাপন করা হয়নি। এমনকি ভিডিওটিতে আলোচিত দাবির সাথে প্রাসঙ্গিক কোনো তথ্যেরও উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, রাতেই দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চট্টগ্রামে ৩৪৭ পুলিশকে পিটিয়ে হত্যা শীর্ষক দাবিতে ইউটিউবে প্রচারিত তথ্যটি মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
- কালবেলা: আ.লীগ মিথ্যার ওপর টিকে আছে : মির্জা ফখরুল
- কালবেলা: ‘ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে’
- কালবেলা: আ.লীগের আনন্দ মিছিলে দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৮
- কালবেলা: কালো টাকা সাদার সুযোগ, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- কালবেলা: কর দিলে বেনজীরের সম্পদ বৈধ হবে কিনা, কী বলছেন এনবিআর চেয়ারম্যান
- কালবেলা: মোদির সঙ্গে থাকা নিয়ে যা বললেন নাইডু
- বাংলা ট্রিবিউন: মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- Rumor Scanner Own Analysis