গত বুধবার (১৫ জানুয়ারি) রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়। মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতকারী। এই হামলায় গুরুতর আহত হন অভিনেতা। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাইফ আলী খান হাসপাতালের বেডে শুয়ে ও বসে আছেন এবং একেকটি ছবিতে তার পাশে বলিউড অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কারিনা কাপুর ও সালমান খান বসে আছেন। ছবিগুলো প্রচার করে দাবি করা হয়েছে, “বলিউড অভিনেতা ও অভিনেত্রীরা যখন সাইফ আলী খানকে হাসপাতালে দেখতে যান”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের সাইফ আলী খানকে হাসপাতালে দেখতে যাওয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয় বরং, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করলে ছবিগুলোর কোনোটিই আসল বা বাস্তব ছবি এমন দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করলে তাতে সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছবিটির ডানপাশের নিচের অংশে “Made with AI” এবং Grok নামের একটি জলছাপ লক্ষ্য করা যায়। Grok হলো এক্স (সাবেক টুইটার)-এর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল, যা ছবি তৈরির পাশাপাশি তথ্য বিশ্লেষণ, কনটেন্ট জেনারেশন এবং অন্যান্য সৃজনশীল ও প্রযুক্তিগত কাজ করতে সক্ষম।
কারিনা কাপুর ও সাইফ আলী খানের উক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটি আসল বলে দাবি করতে দেখা যায়নি বা ছবিটি কখন বা কে তুলেছে এ বিষয়েও নির্ভরযোগ্য কিছু জানা যায়নি।

তবে, ‘দ্য লাইভ’ নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৬ জানুয়ারিতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায় যা প্রচারিত উক্ত দাবিটির সম্ভাব্য উৎস। উক্ত পোস্টে সাইফ আলী খানের সাথে কারিনা কাপুরের তিনটি ছবিও সংযুক্ত করে প্রচার করা হয় যার মধ্যে সাইফ ও কারিনার প্রচারিত ছবিটিও ছিল। উক্ত পোস্টটির ক্যাপশনে ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

এছাড়া, উক্ত ছবিটি একাধিক এআই কন্টেন্ট শনাক্তকারী ওয়েবসাইট দিয়ে যাচাই করলেও তা এআই দিয়ে তৈরি বলে জানা যায়।
তাছাড়া, সাইফ আলী খানের সাথে শাহরুখ খানের ছবি দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে আসল বা বাস্তব ছবি দাবিতে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটি প্রচার হতে দেখা যায়নি। তবে, গত ১৭ জানুয়ারি “বলিউড বাবল – ফিচারস” নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায় যা প্রচারিত উক্ত ছবিটির সম্ভাব্য উৎস।

“সাইফ আলি খানের সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলেন শাহরুখ খান | এআই দিয়ে তৈরি” (স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তরিত) ক্যাপশনে প্রচারিত উক্ত পোস্টটিতে চারটি ছবি সংযুক্ত করা হয় যার মধ্যে প্রচারিত উক্ত ছবিটিও ছিল। অর্থাৎ, প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে পোস্টটির ক্যাপশনেই বলা হয়েছে।

এছাড়া, উক্ত ছবিটি একাধিক এআই কন্টেন্ট শনাক্তকারী ওয়েবসাইট দিয়ে যাচাই করেও তা এআই দিয়ে তৈরি বলে জানা যায়।
তাছাড়া, সাইফ আলী খানের সাথে অমিতাভ বচ্চনের ছবি দাবিতে প্রচারিত ছবিটিও রিভার্স ইমেজ সার্চ করলে আসল বা বাস্তব ছবি দাবিতে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটি প্রচার হতে দেখা যায়নি। তবে, গত ১৮ জানুয়ারি “দ্য লাইভ মিরর” নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায় যা প্রচারিত উক্ত ছবিটির সম্ভাব্য উৎস।

“সাইফ আলি খানের সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলেন অমিতাভ বচ্চন। এআই দিয়ে তৈরি” (স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তরিত) শীর্ষক ক্যাপশনে প্রচারিত উক্ত পোস্টটিতে চারটি ছবি সংযুক্ত করা হয় যার মধ্যে প্রচারিত উক্ত ছবিটিও ছিল। অর্থাৎ, প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে পোস্টটির ক্যাপশনেই বলা হয়েছে।

এছাড়া, উক্ত ছবিটি একাধিক এআই কন্টেন্ট শনাক্তকারী ওয়েবসাইট দিয়ে যাচাই করলেও তা এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে জানা যায়।
সবশেষে সাইফ আলী খানের সাথে সালমান খানের ছবি দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে আসল বা বাস্তব ছবি দাবিতে কোনো নির্ভরযোগ্য সূত্রে এই ছবিটিও প্রচার হতে দেখা যায়নি। তবে, গত ১৭ জানুয়ারি “দ্য লাইভ মিরর” নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায় যা প্রচারিত উক্ত ছবিটির সম্ভাব্য উৎস।

“সাইফ আলি খানের সাথে দেখা করতে সালমান খান হাসপাতালে গেছেন। এআই দিয়ে তৈরি” (স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তরিত) শীর্ষক ক্যাপশনে প্রচারিত উক্ত পোস্টটিতে চারটি ছবি সংযুক্ত করা হয় যার মধ্যে প্রচারিত উক্ত ছবিটিও ছিল। অর্থাৎ, প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে এই পোস্টটির ক্যাপশনেও বলা হয়েছে।

এছাড়া, উক্ত ছবিটি একাধিক এআই কন্টেন্ট শনাক্তকারী ওয়েবসাইট দিয়ে যাচাই করলেও তা এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য যে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গত ১৭ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সাইফ আলী খানের ওপর এমন হামলার পর শাহরুখ খানসহ একাধিক বলিউড তারকা সাইফ আলী খান ও তার পরিবারের সাথে দেখা করেছেন৷ তবে, কোথাও প্রচারিত ছবিগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি।
সুতরাং, হামলার পর সাইফ আলী খানের সাথে বলিউড তারকা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সালমান খান ও কারিনা কাপুরের দেখা করার ছবি দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Live – Facebook Post
- Bollywood Bubble – Features – Facebook Post
- The Live Mirrorrr – Facebook Post
- The Live Mirrorrr – Facebook Post
- Times of India – Shah Rukh Khan, Ranbir Kapoor, Alia Bhatt, Sanjay Dutt: Celebs who visited Saif Ali Khan and his family after stabbing attack
- Rumor Scanner’s analysis