ডাকাত ছিনতাইকারী দেখামাত্র গুলি শীর্ষক মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা, কালের কন্ঠের নামে ভুয়া ফটোকার্ড 

সারাদেশে ছিনতাই-ডাকাতি-ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টায় সংবাদ সম্মেলন করেন৷ এরই প্রেক্ষিতে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি সংযুক্ত করে ‘সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনীর প্যাট্রলিং ডাকাত আর ছিনতাইকারী দেখামাত্র গুলি’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম কালের কন্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কালের কন্ঠের লোগোযুক্ত ফটোকার্ড পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ড পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকাত আর ছিনতাইকারী দেখামাত্র গুলি শীর্ষক কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কালের কণ্ঠও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের আদলে নকল ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কন্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ উল্লেখ করা রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে কালের কন্ঠের ফেসবুক পেজইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে। মূলত, কালের কন্ঠের ফটোকার্ডের আদলে লোগো ও নাম ব্যবহার করে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

Comparison: Rumor Scanner 

২৫ ফেব্রুয়ারি কালের কন্ঠের ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে নিশ্চিত করা হয় যে, আলোচিত ভাইরাল ফটোকার্ডটি কালের কন্ঠের নয়। 

পরবর্তীতে, কালের কন্ঠের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২৪ ফেব্রুয়ারি ‘সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনীর প্যাট্রলিং’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন সূত্রে জানা যায়, রাজধানী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উক্ত প্রতিবেদনে ডাকাত আর ছিনতাইকারী দেখামাত্র গুলি করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ‘সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনীর প্যাট্রলিং ডাকাত আর ছিনতাইকারী দেখামাত্র গুলি’ শীর্ষক শিরোনামে কালের কন্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img