সম্প্রতি নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এর প্রায় ৯ মাস পূর্বে গত বছরের জুনে ভারতকে টি২০ বিশ্বকাপের শিরোপাও এনে দিয়েছিলেন রোহিত। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, রোহিত শর্মা বলেছেন, “ওরা আমাকে প্রেগন্যান্ট বলেছিল, তাই নয় মাসে দুইটা ট্রফি উপহার দিলাম”।
উল্লেখ্য যে, বিগত বেশ কিছু সময় ধরে রোহিত শর্মার ফিটনেস নিয়ে নানা আলোচনা-সমালোচনা ও কটু কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ওরা আমাকে প্রেগন্যান্ট বলেছিল, তাই নয় মাসে দুইটা ট্রফি উপহার দিলাম’ শীর্ষক কোনো প্রকাশ্য মন্তব্য রোহিত শর্মা করেননি বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে রোহিত শর্মার এমন কোনো প্রকাশ্য মন্তব্য করার বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। রোহিত শর্মা প্রকৃতপক্ষে এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ার কথা।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সংবাদ সম্মেলনেও তাকে এরূপ কোনো কথা বলতে শোনা যায়নি। তাকে তার খেলার ধরণ নিয়ে কথা বলতে ও অনুভূতি ব্যক্ত করতে দেখা যায়। টানা দুটি আইসিসি ট্রফি জয়ের পর ক্যারিয়ারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে রোহিত বলেন, ওয়ানডে ক্রিকেট নিয়ে কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যা হচ্ছে, সেটাই হতে থাকবে। তাছাড়া, শীঘ্রই ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন না বলেও জানান তিনি।
এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক ইয়ান বিশপের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘দারুণ লাগছে জিততে পেরে। গোটা প্রতিযোগিতা জুড়েই আমরা ভাল খেলেছি। ফাইনালেও জেতার অনুভূতিটা বাকিগুলোর থেকে আলাদা। যে ভাবে খেলেছি সেটা বাড়তি তৃপ্তি দিচ্ছে।’
নিজের খেলার ধরন নিয়ে রোহিত বলেন, ‘অনেকেই জানেন, আমার স্বাভাবিক খেলা নয় এটা। কিন্তু এই ধাঁচেই খেলতে চেয়েছিলাম। যখন আপনি আলাদা কিছু করছেন, তখন দল এবং কোচদের সমর্থন খুব দরকার হয়। আগে রাহুল ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম। এখন গৌতি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ওরা দু’জনেই আমাকে সমর্থন করেছে। তাই আগ্রাসী খেলা চালিয়ে গিয়েছি। আগে অন্য ভাবে খেলেছি। এখন অন্য ভাবে খেলে ফলাফল পাচ্ছি।’
অর্থাৎ, নানা বিষয়ে রোহিত শর্মাকে কথা বলতে দেখা গেলেও আলোচিত দাবিটির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, “ওরা আমাকে প্রেগন্যান্ট বলেছিল, তাই নয় মাসে দুইটা ট্রফি উপহার দিলাম” শীর্ষক দাবিটি মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis