সম্প্রতি, “দেশব্যাপী পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ চলছে’ দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি সরকার অনুমোদিত প্রকল্প। শিক্ষাগত যোগ্যাতা: এসএসসি/অষ্টম থেকে সমমান, বয়স ১৮ থেকে ৫০ বছর।
দারিদ্র ও প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে নেদারল্যান্ড ও আই.ইউ.এইচ.পি এর অর্থায়নে শহর ও গ্রাম পর্যায়ে টিকাদান কর্মসূচি, চর জীবিকা উন্নয়ন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ফ্যামেলি প্লানিং, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম, শিশু শিক্ষা প্রকল্প, প্রতিবন্ধী পুনর্বাচন প্রকল্প ও পুষ্টি প্রকল্প পরিচালনার জন্য কিছু সংখ্যক পুরুষ/মহিলা নিয়োগ করা হবে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃপক্ষ দাবিকৃত এ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৫ এপ্রিল, ২০২৪ তারিখে প্রকাশিত খবরপত্রের ৫ নম্বর পাতা ও ১৬ এপ্রিল, ২০২৪ তারিখে প্রকাশিত সরেজমিনের ২ নম্বর পাতাকে বিজ্ঞপ্তিটির তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে গত ১৫ এপ্রিল খবরপত্র পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা তা জানতে পত্রিকার ওয়েবসাইটে ই-পেপার সেকশনে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। কিন্তু পত্রিকাটির ই-পেপার সেকশন পর্যবেক্ষণ করে জানা যায়, গত ১৫ এপ্রিল পত্রিকাটির প্রিন্ট ভার্সন প্রকাশিতই হয়নি। কারণ ইদুল ফিতরকে কেন্দ্র করে গত ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সকল সংবাদপত্রের ছাপা বন্ধ ছিল। অর্থাৎ যেদিন সংবাদপত্রই প্রকাশিত হয়নি সেদিন সংবাদে বিজ্ঞাপনের দাবিটি একেবারেই অবান্তর।
পাশাপাশি, বিজ্ঞপ্তিতে উল্লেখিত সরেজমিন পত্রিকার ২ নম্বর পাতার বিষয়ে অনুসন্ধানে সরেজমিন নামের কোনো পত্রিকারই অস্তিত্ব পাওয়া যায়নি। তবে ‘সরেজমিন বার্তা’ নামক একটি গণমাধ্যমের খোঁজ পাওয়া যায়। তবে ইন্টারনেটে উক্ত পত্রিকার পুরোনো সংবাদের কোনো আর্কাইভ খুঁজে পাওয়া যায়নি। সাথে উক্ত পত্রিকার ওয়েবসাইটে অনুসন্ধান করে আলোচিত বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, ভুয়া তথ্যসূত্র উল্লেখ করে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে।
পরবর্তীতে, উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র নামের যে পেজ থেকে আলোচিত বিজ্ঞপ্তিটি প্রচার করা হচ্ছে, সে পেজটিতে ২০২৪ সালের ১৮ মার্চ প্রকাশিত হুবহু একই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত একটি পোস্ট (আর্কাইভ)খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
তবে ১৮ মার্চ, ২০২৪ তারিখে প্রকাশিত এই পোস্টের বিজ্ঞপ্তির সূত্রে ১৫ এপ্রিল, ২০২৪ ও ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ দেখে আলোচিত পোস্টের বিজ্ঞপ্তির ছবি আপলোডের তারিখের বিষয়ে সন্দেহ হয় রিউমর স্ক্যানার টিমের।
উক্ত সন্দেহের জেরে ১৮ মার্চ প্রকাশিত পোস্টের এডিট হিস্ট্রি চেক করা হলে দেখা যায়, পোস্টটি ২৮ মার্চ প্রকাশের পর গত ১৯ এপ্রিল, ২৭ এপ্রিল ও ২৮ এপ্রিল তিন দফা এডিট করার পর সর্বশেষ চতুর্থ দফায় গত ৬ মে আবারও পোস্টটিতে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, পোস্টটি একাধিকবার এডিট করে ভিন্ন ভিন্ন সময়ে নিয়োগ বিজ্ঞপ্তির ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে।
মূলত, দেশব্যাপী পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ চলছে দাবিতে বিভিন্ন পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। যেখানে বিজ্ঞপ্তির সূত্র হিসেবে দৈনিক খবরপত্র ও সরেজমিনের নাম উল্লেখ করা হয়েছে। তবে সরেজমিন গনমাধ্যমের খোঁজ না পাওয়া গেলেও সরেজমিন বার্তা নামক একটি গণমাধ্যমের খোঁজ পাওয়া যায়। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দৈনিক খবরপত্র ও দৈনিক সরেজমিন বার্তা এ এরূপ কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।
সুতরাং, দেশব্যাপী পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ চলছে দাবিতে যে নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক।
তথ্যসূত্র
- দৈনিক খবরপত্র
- দৈনিক সরেজমিন বার্তা
- ওয়েবসাইট – পরিবার পরিকল্পনা অধিদপ্তর
- ওয়েবসাইট – বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর
- Rumor Scanner’s own analysis