সম্প্রতি, ১৮১৩ নং স্মারক উল্লেখ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ৩ বছর মেয়াদী প্রকল্পে সারাদেশে ৪২০ জন মাঠকর্মী নিয়োগ সংক্রান্ত একটি কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিতে যোগাযোগের জন্য ভিন্ন ভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করা হয়েছে।
যেমন দুইটি ছবিতে ‘01989-703804’ নাম্বার, দুইটি ছবিতে যুক্ত করা হয়েছে ‘01700-807645’ নাম্বার। অন্য আরেক ছবিতে ‘01715-582979’ নাম্বার যুক্ত করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোাস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সারাদেশে ৪২০ জন মাঠকর্মী নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি দেয়নি বরং আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।
কথিত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। তবে ওয়েবসাইটে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ৩ বছর মেয়াদী প্রকল্পে সারাদেশে ৪২০ জন মাঠকর্মী সংক্রান্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও কথিত নিয়োগ বিজ্ঞপ্তটি খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কথিত নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এই বিষয়ে জানতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) খন্দকার আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এগুলো ভুয়া।
সুতরাং, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ৩ বছর মেয়াদী প্রকল্পে সারাদেশে ৪২০ জন মাঠকর্মী নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি ভুয়া।
তথ্যসূত্র
- Website: Ministry of Health & Family Welfare
- Website: Directorate General of Family Planning
- Statement: Kh. Arifuzzaman, Assistant Director (Coordination), Directorate General of Family Planning
- Rumor Scanner’s Own Analysis