সম্প্রতি, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দাবিতে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় গত ৭ ফেব্রুয়ারি উল্লেখ করা এবং ছবির উপরে ‘প্রথম আলো’র লোগো যুক্ত আছে। এছাড়া, আবেদনের নিয়মাবলীতে লেখা আছে, উক্ত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদের ১২ ফেব্রুয়ারি রাত ১১ টার মধ্যে ছবি ও সিভি [email protected] শীর্ষক ইমেইল অ্যাকাউন্টে প্রেরণ করার কথা বলা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলোর লোগোসহ প্রচারিত ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথম আলো বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে হাসপাতালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘প্রথম আলো’র প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে গত ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আলো প্রিন্ট সংস্করণগুলো পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নামে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।
অনুসন্ধানে Moshiur Rahman Choyon নামের এক ব্যক্তি কর্তৃক গত ১১ জানুয়ারি প্রকাশিত ফেসবুক পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এর হাসপাতাল সেক্রেটারি পরিচয়ধারী এই ব্যক্তি জানান, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া ও ভিত্তিহীন।
আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিষয়ে জানতে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক সেক্রেটারি হাসানুজ্জামান রতনের সাথে কথা হয় রিউমর স্ক্যানারের। তিনি জানান, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এমন কোনো নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করেনি। এটি সম্পূর্ণ ভুয়া।
একই ইমেইলে গিনিপিগ একাধিক প্রতিষ্ঠান
আমরা উল্লিখিত ইমেইল ঠিকানাটির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম ‘Sylhet View’ এর ওয়েবসাইটে গত ০৮ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানাতে পারি, গত কয়েকদিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৬টি পদে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির একটি পত্রিকা কাটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এই বিজ্ঞপ্তিতেও একই ইমেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে। ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কোতোয়ালী থানায় জিডি করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সচিব মামুনুর রশিদ।
গত নভেম্বরে পটুয়াখালী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কলেজের নামেও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এতেও একই ইমেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে।
এই ইমেইল ঠিকানা ব্যবহার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের নামেও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি (আর্কাইভ) ফেসবুকে প্রচার হতে দেখেছি আমরা। এই বিজ্ঞপ্তিতেও প্রথম আলোর লোগোর জলছাপ ব্যবহার করা হয়েছে।
মূলত, সম্প্রতি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দাবিতে প্রথম আলোর লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে [email protected] এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলো বা ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি। তাছাড়া, একই ইমেইল ঠিকানা ব্যবহার স্বাস্থ্য বিষয়ক একাধিক প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের প্রমাণ পাওয়া গেছে।
সুতরাং, প্রথম আলো’র লোগোসহ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম ব্যবহার করে কথিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo – E-Paper
- Moshiur Rahman Choyon – Facebook Post
- Statement from Hasanuzzaman Ratan
- Sylhet View: সিলেটে প্রতারকদের চাকরির ফাঁ দ
- Rumor Scanner’s own analysis