সম্প্রতি, ‘সদর হাসপাতাল,ঝালকাঠি-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’ এর লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে উল্লেখ করা হয়, ‘এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩৫ বছরের মাঝে হতে হবে এবং সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’ এর লোগো সম্বলিত প্রচারিত ঝালকাঠি সদর হাসপাতালের নামে নিয়োগ বিজ্ঞপ্তিটি নয়া দিগন্ত বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ঝালকাঠি সদর হাসপাতালের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে শুরুতেই কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় হিসেবে ১৬ অক্টোবর, ২০২৪ উল্লেখ রয়েছে এবং ছবির উপরে ‘নয়া দিগন্ত’র লোগো যুক্ত আছে।
এছাড়াও, যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন উল্লেখ করে, উক্ত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদের ২৫ অক্টোবর ২০২৪ ইং রাত ১১ টা’র মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে [email protected] মেইল করতে বলা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘নয়া দিগন্ত’ এর প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রকাশিত নয়া দিগন্ত’র প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।
এছাড়াও, প্রসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত ‘সদর হাসপাতাল,ঝালকাঠি-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘সদর হাসপাতাল,ঝালকাঠি-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে নয়া দিগন্ত’র লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।
তথ্যসূত্র
- Nayadiganta: E-paper
- Rumor Scanner’s Own Analysis