যমুনা টিভির ফটোকার্ড নকল করে শেখ হাসিনাকে জড়িয়ে সাকিব আল হাসানের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, ‘‘যে দেশ আমার নেত্রীকে (মা) তাড়িয়ে দেয়া হয়েছে সে দেশে আমি আর ফিরবো না: সাকিব’’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভুয়া মন্তব্য

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘যে দেশ আমার নেত্রীকে (মা) তাড়িয়ে দেয়া হয়েছে সে দেশে আমি আর ফিরবো না: সাকিব’ শীর্ষক শিরোনামে যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যম কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি  প্রকাশের তারিখ হিসেবে ০৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, এ বিষয়ে কি-ওয়ার্ড অনুসন্ধান করে যমুনা টিভির ওয়েবসাইটে গত ০৪ সেপ্টেম্বর ‘সাকিবকে ছাড়া দুই ভাগে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের দুই ধাপে দেশে ফেরার কথা রয়েছে। তবে, সাকিব আল হাসান  দেশে ফিরছেন না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আলোচিত ফটোকার্ডের সাথে যমুনা টিভির পেজে প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য পরিলক্ষিত হয়।

Comparison: Rumor Scanner 

এছাড়াও, যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আজ (০৫ সেপ্টেম্বর) আলোচিত ফটোকার্ডের বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটি জানায়, ‘যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না’।

এছাড়া বিশ্বস্ত অন্য কোনো সূত্রেও সাকিব আল হাসানের করা এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ‘যে দেশ আমার নেত্রীকে (মা) তাড়িয়ে দেয়া হয়েছে সে দেশে আমি আর ফিরবো না: সাকিব’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

  • Jamuna Television: Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img