“বর আর ঢোল” সংক্রান্ত উক্তিটি ‘হাজার বছর ধরে’ উপন্যাসের নয় 

সম্প্রতি, “বর আর ঢোল এই দুই জিনিস সারাক্ষণ মা’ইরের উপর রাখতে হয়” – হাজার বছর ধরে ( জহির রায়হান )” শীর্ষক উক্তিটি প্রখ্যাত ঔপন্যাসিক জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাস থেকে উদ্ধৃত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বর আর ঢোল এই দুই জিনিস সারাক্ষণ মা’ইরের উপর রাখতে হয়” শীর্ষক উক্তিটি জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের নয় বরং, আঞ্চলিক শ্রুত প্রবাদ থেকে অনুপ্রাণিত হয়ে মনগড়া উক্তিটি জহির রায়হানের নামে প্রচার করা হয়েছে।  

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেখা যায়, ফেসবুকে বই পড়ুয়াদের বিভিন্ন গ্রুপে আলোচিত উক্তিটি শেয়ার করা পোস্টে যেমন আছে, তেমনি উক্তিটি আসলেই বইয়ে আছে কি না এই জিজ্ঞাসার পোস্টও আছে। এসব পোস্টের কমেন্ট বেশিরভাগ মানুষই এমন কোনো বাক্য ‘হাজার বছর ধরে’ বইটিতে নেই বলে মন্তব্য করেছে৷

এই বিষয়ে নিশ্চিত হতে, ‘হাজার বছর ধরে’ উপন্যাসের একটি কপি সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। তবে, উল্লেখিত উক্তিটি বইটিতে খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত উক্তিটি পর্যবেক্ষণ থেকে বলা যায়, “বউ আর ঢোল, দুটোকেই পিটুনি/মাইরের উপর রাখতে হয়” শীর্ষক একটি নারীবিদ্বেষী ও অপমানজনক শ্রুত প্রবাদ বাংলাদেশের বহু অঞ্চলে প্রচলিত রয়েছে। উক্ত প্রবাদটিকে বিকৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে৷ ‘হাজার বছর ধরে’ উপন্যাসটিতে বেশ প্রকটভাবে নারী নির্যাতনের বিষয়টি আছে, কিন্তু নারীর দ্বারা কোনো পুরুষের নির্যাতিত হওয়ার বিষয়টি নেই, তাই এই বাক্যটি বইটিতে থাকার প্রাসঙ্গিকতাও নেই৷ 

সুতরাং, “বর আর ঢোল এই দুই জিনিস সারাক্ষণ মা’ইরের উপর রাখতে হয়” শীর্ষক জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের উদ্ধৃতি দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।  

তথ্যসূত্র

  • হাজার বছর ধরে 
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img