ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

সম্প্রতি, বিএনপির সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ‘হিন্দুত্ববাদী চরমপন্থী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি’ শীর্ষক শিরোনামে এক প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

কথিত প্রেস বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, ‘গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইসকনকে একটি চরমপন্থী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ইসকন ধর্মীয় সম্প্রীতির শত্রু এবং তাদের উস্কানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা ধ্বংসের ষড়যন্ত্র।’

এছাড়াও উল্লেখ করা হয়, ‘বিবৃতিতে বলা হয়, ইসকনের মতো উগ্র সংগঠন দেশের ধর্মীয় সম্প্রীতি, বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা যায় না। আমরা সরকারকে আহ্বান জানাই, ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করে তাদের জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিএনপি এই প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বরং, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুসন্ধানে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ২৭ নভেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে বিএনপির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, ‘BNP Media Cell’ এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, মিথ্যা নিউজ। এটা ষড়যন্ত্র মূলক ভাবে কেউ ছড়িয়েছে। 

সুতরাং, ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিএনপির নামে প্রচারিত এই প্রেস বিজ্ঞপ্তিটি মিথ্যা ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Statement from Shairul Kabir 
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img