মঙ্গলবার, সেপ্টেম্বর 30, 2025

ইউনূস সরকার বিরোধী আন্দোলন দাবিতে আ.লীগের পুরোনো শোভাযাত্রার ভিডিও প্রচার

সম্প্রতি “হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। শেখ হাসিনা আসবে বাংলাদেশ রাজপথ হাসবে” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে সমবেতদের “আর নয় জুলাই জুলাই, এবার হবে গণধোলাই, ইউনূসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) । 

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ আয়োজিত ইউনূস সরকার বিরোধী কোনো মিছিলের নয় বরং, এটি ২০২৪ সালের ২১ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, জয় বাংলা – Joy Bangla নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ জুলাই  প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর ৪০ সেকেন্ডের পরের অংশ থেকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে হুবহু মিল রয়েছে।

ভিডিওটির বিবরণীতে বলা হয়, এটি আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ভিডিও।

এ বিষয়ে আরও অনুসন্ধান করে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২১ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীতে লাখো মানুষের ঢল নামিয়ে ২৩ জুন দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে ‘বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা’ করে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের প্লাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এছাড়া, দৈনিক যুগান্তরের ২০২৪ সালের ২১ জুন প্রকাশিত এক প্রতিবেদনেও ওই বর্ণাঢ্য শোভাযাত্রার একাধিক ছবি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২৪ সালের। 

উল্লেখ্য, সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটিতে ইউনূস সরকারের বিরুদ্ধে যেসব স্লোগান শোনা গেছে সেগুলো মূল ভিডিওতে ছিল না। যা থেকে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করা হয়েছে।

সুতরাং, আওয়ামী লীগের পুরোনো শোভযাত্রার ভিডিও সম্পাদনা করে তাতে ভিন্ন স্লোগান যুক্ত করে ইউনূস সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img