ফেসবুকে সাদমান ভাই নামের পেজ থেকে ডেনমার্কে স্কলারশিপে সহায়তা সংক্রান্ত ভুয়া পোস্ট

গত ৩০ মে ফেসবুকে সাদমান ভাই নামের একটি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, তাদের পেজ থেকে ডেনমার্কে স্কলারশিপের জন্য সহায়তা পেয়ে এক বাংলাদেশি তরুণী ডেনমার্কে গিয়েছেন। এক মিনিটের এই ভিডিওতে বিমানবন্দরে এক তরুণীর ছবি ও পাসপোর্টের ছবিসহ তার একাধিক ছবি ব্যবহার করে ভিডিওতে দাবি করা হয়েছে, ‘নিম্নমধ্যবিত্ত ফ্যামিলি থেকে ডেনমার্কের ভিসা পেলো বাংলাদেশি এক তরুণী। অনেক গরীব ফ্যামিলি থেকে তার যাত্রা শুরু। এখন উড়াল দিচ্ছে ডেনমার্কে। অনেক অনেক ভিসা দিচ্ছে ডেনমার্ক এখন। প্রথমত আপনাকে আইএলটিএস-এ একটা ভালো রেজাল্ট করতে হবে। তারপর সঠিকভাবে ভিসার প্রসেস করতে হবে এবং ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন ডেনমার্কের যেকোনো ইউনিভার্সিটিতে, সাথে নিয়ে যেতে পারবেন নিজের হাজব্যান্ড ও বেবিকে খুবই সহজেই। সে তার নিজের হাজব্যান্ডকেও ডেনমার্কে নিয়ে গেছে। আর এখন সেখানে তারা জব করে লাখ লাখ টাকা কামাই করছে। লেখা পড়ার পাশাপাশি ডেনমার্কে পাবেন জবের সুযোগ। নিজের সকল খরচ নিজেই বহন করে বাংলাদেশেও পারবেন টাকা পাঠাতে। আপনিও যদি চান স্বপ্নের দেশে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে যেতে তাহলে আইএলটিএসের প্রিপারেশন নিন এখনই। খুব শিঘ্রই ফ্রি আইএলটিএসের ক্লাস আমেরিকা থেকে লাইভে এসে করাবো আমি নিজেই। দেখা হচ্ছে নেক্সট আইএলটিএস লাইভ ক্লাসে।’

ডেনমার্কে

এই পোস্টটিতে এখন পর্যন্ত ১৯ হাজারের অধিক রিয়েক্ট পড়েছে।

পেজটির এ সংক্রান্ত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

এছাড়াও, একই তথ্য ও ছবি সম্বলিত  ফেসবুকের আরো কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাদমান ভাই নামক ফেসবুক পেজের সহযোগিতায় নিম্নবিত্ত ফ্যামিলি থেকে ফুল ফ্রি স্কলারশিপ ভিসা নিয়ে ডেনমার্ক গেল বাংলাদেশি তরুণী শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, এই পেজের সাথে উক্ত তরুণীর কখনো যোগাযোগই হয়নি বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছেন তিনি।  

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওতে থাকা হাতে পাসপোর্ট, বিমান টিকেট ও লাগেজসহ তরুণীর ছবি  ‘নিশাত তাসনিম প্রাপ্তি’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, তিনি একজন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি নাগরিক। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর ছবি দুইটি পোস্ট করে এই তরুণী ক্যাপশনে উল্লেখ করেন, ‘আমি সবসময় বলতাম

বাংলাদেশে আমার কিছুনাই, এই দেশে থাকবো না! ইমিগ্রেশন ক্রস করার সময় বুঝতে পারলাম এইখানেই সব ছিলো আর আমি সব কিছু ছেড়ে  চলে যাচ্ছি।’ এই পোস্ট থেকে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

Comparison: Rumor Scanner

পরবর্তীতে আলোচিত ভিডিওটিতে থাকা বাকি ছবিগুলোও একই অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায়। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। এসব পোস্ট থেকেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

প্রাপ্তি ২০২৩ সালের ১৫ ডিসেম্বর তার অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার (লিংকটি এখন সচল নেই) করে ক্যাপশনে উল্লেখ করনে, “ইতার বাপ আমাকে স্কলারশিপ এনে দিসিলো! ভন্ড চোর আমার ছবি চুরি করে এসব পোস্ট দিচ্ছে নিজেরে আমার স্যার বলে বলে!”

প্রাপ্তির এই পোস্টের কমেন্ট সেকশন পর্যবেক্ষণ করে জানা যায়, সাদমান ভাই নামে পেজ থেকে সেসময়ও একই ছবি ব্যবহার করে একই তথ্য প্রচার করা হয়। যদিও এই পেজটি এখন আর সচল নেই। ‘সাদমান ভাই’ নামের যে পেজটি থেকে বর্তমান পোস্ট করা হয় সেটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ১৪ হাজার ফলোয়ারের পেজটি বেশ নতুন, খোলা হয়েছে গত মাসের ০৮ মে। পেজটি বাংলাদেশ থেকে একজন এবং যুক্তরাষ্ট্র থেকে ০৪ জন পরিচালনা করছেন। 

প্রাপ্তি রিউমর স্ক্যানারকে বলেছেন, তিনি এই সাদমান ভাইকে চেনেন না। পূর্বে তাকে নিয়ে একইরকম মিথ্যা, বানোয়াট তথ্য লিখে, তার ছবি চুরি করে পোস্ট করার পর তিনি এবং তার বন্ধুরা প্রতিবাদ করায় সবাইকে ব্লক করে দেওয়া হয়। 

এই তরুণী বলছেন, “আমি আইএলটিএস থেকে শুরু করে ডেনমার্কে এপ্লিকেশন সব নিজে করসি। কোনো কোচিং, এজেন্সি কারো হেল্প ছাড়া।”

তিনি আরও বলেন, “তার এই পোস্টের কারণে আমাকে হেনস্তার স্বীকার হইতে হইসে। সে পোস্টে উল্লেখ করসে আমি নিম্নবিত্ত পরিবারের, সে আমাকে আর্থিক সাহায্য করসে যা সম্পূর্ণ মিথ্যা।  এসব নিয়ে ইনবক্সে অনেক মানুষ ম্যাসেজ দিসে যেটা খুবই বিরক্তি এবং বিব্রতকর ছিলো। তার উপর  এই লোক এসব পোস্ট দিয়ে আইএল্টিস কোচিং এর নামে প্রচুর স্টুডেন্ট থেকে টাকা নিয়ে ব্লক করে দিসে। সে পুরাপুরি ফ্রড! ইমোশনাল পোস্ট দিয়ে এটেন্সন সিক করার ট্রাই করে।”

অর্থাৎ, প্রতারণার উদ্দেশ্যে উক্ত ব্যাক্তি নির্দিষ্ট সময় পর একই নামে নতুন নতুন অ্যাকাউন্ট খুলে কোনো তথ্য প্রমাণ ছাড়াই একই দাবি প্রচার করতেন।

উল্লেখ্য, একই পেজ থেকে একই কায়দায় আরো এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট করার পর বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

মূলত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাদমান ভাই নামের এক পেজের সহযোগিতায় ‘নিম্নবিত্ত ফ্যামিলি থেকে ফুল ফ্রি স্বলারশিপ ভিসা নিয়ে ডেনমার্ক গেলো বাংলাদেশি এক তরুণী’ শীর্ষক দাবিতে এক তরুণীর কিছু ছবি যুক্ত করে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিতে প্রচারিত তথ্যগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, নিশাত তাসনিম প্রাপ্তি নামের উক্ত ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি নাগরিকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন ছবি সংগ্রহ করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এসব দাবি সম্পূর্ণ ভুয়া বলে তিনি নিজেই রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

সুতরাং, সাদমান ভাই নামের ফেসবুক পেজের সহযোগিতায় নিম্নবিত্ত ফ্যামিলি থেকে ফুল ফ্রি স্কলারশিপ ভিসা নিয়ে ডেনমার্ক গেল বাংলাদেশি এক তরুণী শীর্ষক দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img