সাম্প্রতিক সময়ে ‘এভাবে চলছে বিএনপি, এনসিপি শিবিরের রাজনীতি।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির কাঁধে কোদাল দিয়ে কেউ একজন আঘাত করেছেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক সংঘাতের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ভারতীয় একটি পাঞ্জাবি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটি বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Kashyap up35k নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। ভিডিওটি পর্যবেক্ষণ করে এটি নিশ্চিত যে এটি আলোচিত ভিডিওর দীর্ঘ সংস্করণ।

ভিডিওটির শিরোনাম এবং হ্যাশট্যাগ থেকে জানা যায়, এটি ভারতীয় একটি পাঞ্জাবি গানের মিউজিক ভিডিওর অ্যাকশন সিনের শুটিংয়ের সময় ধারণ করা দৃশ্য। এছাড়াও ভিডিওটির লোকেশন ট্যাগ থেকে জানা যায়, এটি ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী চণ্ডীগড়ে ধারণ করা হয়েছে।
পরবর্তীতে উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে জানা যায়, চ্যানেলটিতে মূলত পাঞ্জাবি মিউজিক ভিডিওর শুটিংয়ের দৃশ্য প্রচার করা হয়। চ্যানেলটিতে প্রচারিত এমন কিছু শুটিংয়ের ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। তবে চ্যানেলটির বিস্তারিত বিবরণীতে চ্যানেলটি পরিচালনকারীর সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় তার বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্য মতে, দেশে গত ৬ মাসে কমপক্ষে ৫২৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৭৯ জন নিহত এবং অন্তত ৪ হাজার ১২৪ জন আহত হয়েছেন।
সুতরাং, ভারতীয় মিউজিক ভিডিওর শুটিংয়ের দৃশ্যকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis
- Kashyap up35k Youtube Channel: Action seen shooting video