সম্প্রতি ‘শাহাদাতের তামান্নায় দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখবেন, একমাত্র জামায়াতে ইসলামীর ছায়াতলে জান্নাত অবধারিত আমাদের সুসংগঠিত হওয়ার এখনই উত্তম সময়।’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে মূলধারার গণমাধ্যম কালের কন্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শাহাদাতের তামান্নায় দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখবেন, একমাত্র জামায়াতে ইসলামীর ছায়াতলে জান্নাত অবধারিত আমাদের সুসংগঠিত হওয়ার এখনই উত্তম সময়।’ শীর্ষক দাবিতে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে কালের কন্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কন্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৭ মে, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কন্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কন্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

কালের কণ্ঠ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, দৈনিক ইনকিলাব এর ওয়েবসাইটে গত ১৮ মে ‘শাহাদাতের তামান্নায় দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর রহমান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে রাজধানী ঢাকার কাফরুলে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে ডা. শফিকুর রহমানকে তার বক্তব্যে শাহাদাতের তামান্নায় দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে বললেও ‘একমাত্র জামায়াতে ইসলামীর ছায়াতলে জান্নাত অবধারিত’ বলেছেন দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরকে উদ্ধৃত করে ‘একমাত্র জামায়াতে ইসলামীর ছায়াতলে জান্নাত অবধারিত’ শীর্ষক দাবিতে কালের কন্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Kaler Kantho- Facebook Page
- Kaler Kantho- Website
- Kaler Kantho- YouTube
- Dr. Shafiqur Rahman – Facebook Page
- Daily Inqilab – শাহাদাতের তামান্নায় দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর রহমান