সম্প্রতি, ‘১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা এখন ২০১৩ এর প্রতিশোধ এর পালা : শিবির সভাপতি’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম সমকাল এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা এখন ২০১৩ এর প্রতিশোধ এর পালা : শিবির সভাপতি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সমকালের ডিজাইনের আদলে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকাল এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৬ মে ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্রে সমকাল এর ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সমকালের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে সমকাল কর্তৃক প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।

তাছাড়া, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এমন কোনো মন্তব্য করেছেন কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য অন্য কোনো সূত্রে তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা এখন ২০১৩ এর প্রতিশোধ এর পালা : শিবির সভাপতি’ শীর্ষক শিরোনামে সমকাল এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis