শুক্রবার, মে 23, 2025

শেখ হাসিনাকে কুকুরের মতো তাড়ানো হয়েছে শীর্ষক কোনো মন্তব্য সজীব ওয়াজেদ জয় করেননি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে বিবিসিকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, “আমার মাকে তারা কুকুরের মত দেশ থেকে তাড়িয়ে দিয়েছে”। এই সংক্রান্ত দাবিতে যমুনা টিভির আদলে তৈরি একটি ফটোকার্ডও প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছে শীর্ষক কোনো মন্তব্য সজীব ওয়াজেদ জয় বিবিসিকে জানাননি বরং যমুনা টিভির ফটোকার্ডের আদলে ব্যাঙ্গাত্মক উদ্দেশ্যে একটি ফটোকার্ড তৈরি পরবর্তী সময়ে এই মন্তব্যকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দাবিটির সূত্রপাতের খোঁজে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। বেলাল ইন জাপান নামের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৩ সেপ্টেম্বর তারিখে আলোচিত দাবিতে প্রচারিত একই ফটোকার্ডটি ব্যবহার করে সম্ভাব্য সর্বপ্রথম পোস্টটি করা হয়। পোস্টটির ক্যাপশনে “Ten Unknown Facts About #BMW…” নামের সাম্প্রতিক সময়ের একটি বহুল জনপ্রিয় ক্যাপশনসহ “জাতির ভাগিনা কি বলে! তাড়িয়ে দিয়েছে নাকি পালিয়ে গেছে! ` Sarcasm post!” ক্যাপশনে আলোচিত দাবিটি প্রচার করা হয়। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত পোস্টটিতে ৪৩ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। অর্থাৎ, দেখা যাচ্ছে পোস্টটি মূলত সার্কাজম হিসেবেই প্রচার করা হয়েছিল। 

কিন্তু পরবর্তীতে এটিকে সার্কাজমের কোনোরূপ সতর্কতা ছাড়াই আসল দাবিতে প্রচার করা শুরু হয়। তাছাড়া, প্রচারিত ফটোকার্ডটিতে কোনো গণমাধ্যমের লোগো কিংবা নামও দেখা যায়নি। সাধারণত কোনো ফটোকার্ড কোনো মূলধারার সংবাদমাধ্যম প্রকাশ করে থাকলে তারা সেই ফটোকার্ডটিতে তাদের নিজেদের লোগো কিংবা নাম ব্যবহার করে থাকে। অর্থাৎ প্রাথমিক অনুসন্ধান থেকে জানা যায়, উক্ত ফটোকার্ডটি কোনো মূলধারার সংবাদমাধ্যমের নয়।

অধিকতর অনুসন্ধানে নুসরাত জাহান নামের একটি ফেসবুক পেজে গত ১০ সেপ্টেম্বর যমুনা টিভির আদলে একই দাবিতে একই ফটোকার্ডটি পোস্ট করা হয়। প্রচারিত ফটোকার্ডে “Sarcasm” শব্দটি উল্লেখ রয়েছে। কিন্তু বেলাল ইন জাপান নামক ফেসবুক পেজটি উক্ত সার্কাজম শব্দ সম্বলিত অংশটি কেটে প্রচার করে। যদিও বেলাল ইন জাপান তার বৃহৎ ক্যাপশনে সার্কাজম পোস্ট উল্লেখ করেছেন, তবে সেখান থেকেই মূলত অনেকে এই দাবিকে আসল ভেবে পোস্ট করা শুরু করেন।

Comparison : Rumor Scanner

তাছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে অনুসন্ধান করে উক্ত দাবিতে এমন কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি। উপরন্তু, যমুনা টিভির ফটোকার্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির ফন্ট ডিজাইনেরও পার্থক্য পরিলক্ষিত হয়। 

Comparison : Rumor Scanner

এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে কোনো বিশ্বস্ত সূত্রে তথ্যপ্রমাণ মেলেনি।

গত ০৫ আগস্ট দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। পরবর্তীতে ১০ আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। এছাড়াও, আরো নানা বিষয়ে সজীব ওয়াজেদ জয় তার মন্তব্য জানালেও আলোচিত দাবিতে কোনো মন্তব্যের তথ্যপ্রমাণ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, আমার মাকে তারা কুকুরের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img