সম্প্রতি, “চট্টগ্রাম বাঁশখালীতে জামাতের সম্মেলনে বিএনপির হামলা।” শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় দৈনিক জনকণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “চট্টগ্রাম বাঁশখালীতে জামাতের সম্মেলনে বিএনপির হামলা।” শীর্ষক তথ্যে বা শিরোনামে জনকণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বাঁশখালিতে এমন কোনো সংঘর্ষের ঘটনাও ঘটেনি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই জনকণ্ঠের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে জনকণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ০২ এপ্রিল ২০২৫ উল্লেখ রয়েছে।
এই সূত্রে অনুসন্ধান করে জনকণ্ঠের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এসংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, পত্রিকাটির ফেসবুক পেজে গত ০২ এপ্রিল প্রচারিত একটি পোস্টে বলা হয় আলোচিত ফটোকার্ডটি ভুয়া।

উক্ত পোস্টের মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, জনকণ্ঠের নাম ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বাঁশখালিতে সংঘর্ষের ঘটনার কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, “চট্টগ্রাম বাঁশখালীতে জামাতের সম্মেলনে বিএনপির হামলা।” শীর্ষক তথ্যে বা শিরোনামে জনকণ্ঠের আদলে তৈরি ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Janakantha- Facebook Post