ত্রাণের টাকা ইস্যুতে হাসনাত ও সারজিসকে জড়িয়ে গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি, ‘ত্রানের টাকা আত্মসাতের অভিযোগ দুই সমন্বয়কের বিরুদ্ধে’ শীর্ষক শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ছবি যুক্ত বেসরকারি অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ত্রানের টাকা আত্মসাতের অভিযোগ দুই সমন্বয়কের বিরুদ্ধে’ শীর্ষক শিরোনামে বেসরকারি অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

Comparison: Rumor Scanner

এছাড়া, আলোচিত ফটোকার্ডের সাথে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃক প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের মিল থাকলেও শিরোনামে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। পাশাপাশি ফটোকার্ডের শিরোনামে ত্রাণ বানানেও ভুল পাওয়া যায় যেখানে, ‘ত্রাণের’ পরিবর্তে ‘ত্রানের’ লেখা হয়েছে।

সুতরাং, ‘ত্রানের টাকা আত্মসাতের অভিযোগ দুই সমন্বয়কের বিরুদ্ধে’ শীর্ষক শিরোনামে বেসরকারি অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img