নূর হোসেন দিবসের কর্মসূচি স্থগিত দাবিতে আওয়ামী লীগের নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার 

গত ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এই ঘটনার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তনের প্রেক্ষিতে আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

তবে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে দাবিতে আওয়ামী লীগের নামে একটি প্রেস বিজ্ঞপ্তি ৯ নভেম্বর রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচি স্থগিতের বিষয়ে আওয়ামী লীগ কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি; বরং দাবিকৃত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।

ভাইরাল এই প্রেস বিজ্ঞপ্তিটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে ৯ নভেম্বরের তারিখ উল্লেখ রয়েছে। সাধারণত আওয়ামী লীগের সব প্রেস বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। তবে ৯ নভেম্বর তারিখে পেজটিতে এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়নি, বরং সেদিন পেজটি থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তিই প্রকাশিত হয়নি।

ভাইরাল প্রেস বিজ্ঞপ্তিটি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করলে এতে কিছু অসংগতি ধরা পড়ে। সাধারণত আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তির বাঁ দিকে বাংলায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা থাকে এবং ডান দিকে একই বাক্য ইংরেজিতে থাকে। কিন্তু ভাইরাল বিজ্ঞপ্তির ডান দিকে ‘জয় বাংলা’ এবং বাঁ পাশে ‘জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা যায়। এছাড়া মূল প্রেস বিজ্ঞপ্তির ফন্টের সঙ্গেও ভাইরাল বিজ্ঞপ্তিটির ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner.

এছাড়া বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ার পরও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ১০ নভেম্বরের সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে পোস্ট হতে দেখা যায়। এমনকি, পেজটি থেকে ভাইরাল বিজ্ঞপ্তিটিকে ভুয়া বলেও সতর্ক করা হয়।

সুতরাং, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি স্থগিত করা হয়েছে দাবিতে আওয়ামী লীগের নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img