সেলিম ভূঁইয়াকে অব্যহতি দেওয়া হয়েছে দাবিতে বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের জন্য প্রাথমিক তদন্ত সাপেক্ষে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো:সেলিম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে দাবিতে জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কথিত এই প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের জন্য কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া-কে প্রাথমিক তদন্ত সাপেক্ষে সাংগঠনিক পদ থেকে অব্যহতি প্রদান করা হলো।”

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের জন্য বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে, বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সেলিম ভূঁইয়াকে নিয়ে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ১৬ এপ্রিল, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে উক্ত তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভেরিফায়েড ফেসবুক পেজ ও মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। 

তবে, সংগঠনটির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৭ এপ্রিল আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি মিথ্যা, ভুয়া ও ভিত্তিবিহীন বলে জানানো হয়।

Screenshot: BNP Media Cell Facebook

সুতরাং, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া-কে সাংগঠনিক পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে দাবিতে বিএনপির নামে ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

  • BNP Media Cell – Post
  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img