বৃহস্পতিবার, মে 29, 2025

ইউনিসেফের নামে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, পদ সংখ্যা ১৯৩০ উল্লেখ করে ‘ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ শীর্ষক শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউনিসেফ বাংলাদেশ একসাথে ১৯৩০টি পদে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বরং, প্রতারণার উদ্দেশ্যে এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টারটে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে শুরুতেই কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার।

এতে উল্লেখ করা হয়, ‘দারিদ্র্য ও প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে আয়ারল্যান্ড ও USA এবং IUHPE এর আর্থ সামাজিক উন্নয়নে ১২ বছর মেয়াদী প্রকল্পে শহর ও গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, পুষ্টি, মাও শিশু পরিচর্যা, শিশু স্বাস্থ্য, পথ শিশু ও প্রতিবন্ধী পূনর্বাসন, ফ্যামেলি প্লানিং টিকাদান কর্মসূচী ম্যাটানিটিক ক্লিনিক, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নারী দক্ষতা ও কর্মসংস্থান বাস্ত-বায়নের লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ/মহিলা নিয়োগ করা হবে।’ 

পদের নাম হিসেবে উল্লেখ করা হয়, 

১। উপজেলা পরিদর্শক (পদ সংখ্যা- ২৬০)
২। কমিউনিটি ম্যানেজার (পদ সংখ্যা- ৩১৫)
৩। ইউনিট অফিসার (পদ সংখ্যা- ৩৭৫)
৪। পরিবার পরিকল্পনা পরিদর্শক (পদ সংখ্যা- ২২০)
৫। ইউনিয়ন অর্গানাইজার (পদ সংখ্যা- ২৫০)
৬। অফিস সহকারী (মহিলা)- (পদ সংখ্যা- ২৫০)
৭। সেবক/সেবিকা (পদ সংখ্যা- ২৬০)

নিয়মাবলী হিসেবে উল্লেখ করা হয়, আগ্রহী প্রার্থীদের পদের নাম, ছবি ও মোবাইল নাম্বার সহ ০২/০৫/২০২৫ ইং তারিখের মধ্যে শুধুমাত্র উল্লেখিত ই-মেইমে দরখাস্ত পাঠাতে হবে।

ইমেইল হিসেবে উল্লেখ করা হয়, ‘[email protected]

এছাড়াও সূত্র হিসেবে উল্লেখ করা হয়, আলোকিত বাংলাদেশ, তাং-২৪/০৪/২০২৫ ইং, পৃষ্ঠাঃ ০৫ এবং জনকন্ঠ, তাং, ২৩/০৩/২০২৫ ইং, পৃষ্ঠাঃ ০৪।

এ বিষয়ে অনুসন্ধানে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল এড্রেসটি ([email protected]) লক্ষ্য করলে দেখা যায়, এটি ইউনিসেফের প্রাতিষ্ঠানিক ইমেইল নয়, বরং এটি একটি জিমেইল অ্যাকাউন্ট; যা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে সন্দেহ তৈরি করে। 

পরবর্তীতে ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি যাচাই করে দেখা যায় এটি এমন [email protected]

Screenshot: UNICEF Bangladesh (Website)

অর্থাৎ প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি ইউনিসেফের অফিশিয়াল ইমেইল ঠিকানা নয়।

এছাড়া ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে ‘ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ শীর্ষক কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে ইউনিসেফের মূল ওয়েবসাইটের জব সেকশনে গিয়ে এমন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৫ মে ‘চাকরির প্রতারণা থেকে সাবধান’ শীর্ষক শিরোনামে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে জানায়, ইউনিসেফ কখনই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকারের অর্থ গ্রহণ করে না। চাকরির জন্য ইউনিসেফের গ্লোবাল ক্যারিয়ার ওয়েবসাইট এবং পরিচিত সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া কিংবা ইমেইলের মাধ্যমে কখনই সিভি গ্রহণ করা হয় না। তাই চাকরির জন্য অ্যাপ্লাই করার আগে ভালো করে যাচাই করে অ্যাপ্লাই করার কথা বলা হয়। এ নিয়ে কোন সন্দেহ থাকলে [email protected] শীর্ষক ইমেইলে যোগাযোগ করতে বলা হয়।

পরবর্তী অনুসন্ধানে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোকিত বাংলাদেশে এবং জনকন্ঠের প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ২৪ এপ্রিল আলোকিত বাংলাদেশ এর প্রিন্ট সংস্করণ এবং গত ২৩ মার্চ জনকন্ঠের প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।

সুতরাং, ‘ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ শীর্ষক শিরোনামে ফেসবুকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img