সম্প্রতি, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ” শীর্ষক শিরোনামে স্বাস্থ্য বিভাগের অধীনে বিভিন্ন পদে নিয়োগ প্রদানের একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।
ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে(আর্কাইভ)।
এই বিজ্ঞপ্তির পোস্টে ৩৪ হাজার রিয়েকশন, সাড়ে ৭ হাজারের অধিক কমেন্ট এবং দুই হাজারের অধিক শেয়ার হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য বিভাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি বরং এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি।
অনুসন্ধানের শুরুতেই Uhafpc নামের যে ফেসবুক পেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচারিত হয় সেটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।
পর্যবেক্ষণে দেখা যায়, উক্ত পেজ থেকে শুধুমাত্র দুইটি পোস্ট করা হয়েছে। গত ২৪ জুলাই এবং ৮ আগস্টের উভয় পোস্টেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যায়।
এছাড়াও বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র হিসেবে ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রকাশিত চাকরির সংবাদে’র পৃষ্ঠা-০১ এবং ২০২৩ সালের ২৯ অক্টোবর প্রকাশিত করতোয়া’র পৃষ্ঠা-০৪ উল্লেখ করা হয়েছে।
স্বভাবতই, ২৪ জুলাই এবং ০৮ আগস্ট প্রচারিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র, প্রচার-পরবর্তী তারিখে প্রকাশিত হওয়ার সুযোগ নেই।
পরবর্তীতে, উক্ত পোস্ট দুইটির এডিট হিস্টোরি থেকে জানা যায়, পোস্ট দুইটির উভয়ই বহুবার সম্পাদিত হয়েছে।
এছাড়াও, উক্ত পোস্ট দুটি বিস্তারিত বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টটি গত ১ নভেম্বর থেকে বুস্ট করা হয়েছে।
অর্থাৎ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ফেসবুক পেজ, বিজ্ঞপ্তি সংক্রান্ত পোস্টের এডিট হিস্টোরি এবং পোস্ট বুস্ট করা থেকে স্বভাবতই প্রতীয়মান হয় যে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি একাধিকবার এডিট করে ভুয়া তথ্যসূত্র দিয়ে অধিক রিচ পাবার জন্য বুস্ট করে প্রচার করা হচ্ছে।
পরবর্তীতে, আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ সংক্রান্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে অধিকতর সত্যতা নিশ্চিত করার উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: মাইদুল ইসলাম প্রধান এর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এরকম কোন বিজ্ঞাপন দেয়া হয়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন দেয়া হলে তা আমাদের নিজস্ব ওয়েবসাইটে দেয়া হয়।
মূলত, Uhafpc নামের একটি ফেসবুক পেজ থেকে বুস্টেড পোস্টের মাধ্যমে “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ” সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনুসন্ধানে জানা যায় বিজ্ঞপ্তিটি ভুয়া। তাছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: মাইদুল ইসলাম প্রধান রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পূর্বে প্রতারণার একাধিক ঘটনা শনাক্ত করে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ” সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভুয়া।
তথ্যসূত্র
- Facebook Page: Uhafpc
- ওয়েবসাইট: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়
- Statement of Public Relations Officer, Ministry of Health and Family Welfare.