দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ‘দেওয়ান ছেকার আহম্মেদ শিষান’ নামের একটি ফেসবুক আইডি থেকে নওগাঁ-০৫ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিতে বেশকিছু পোস্ট করা হয়েছে।
একটি পোস্টে নিজে সরে গিয়ে নৌকার প্রার্থীকে ভোট দিতে বলে লেখা হয়েছে– “আসসালামু আলাইকুম, প্রিয় নওগাঁ বাসি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-05 থেকে নিজেকে সরিয়ে নিলাম। কাজেই আপনারা শেখ হাসিনার আস্থাভাজন প্রার্থীর প্রতি ভরসা রেখে ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা জন্মসূত্রে আওয়ামী লীগ কোনদিন নৌকার বিরোধিতা করিনি আমার রাজনীতির চল্লিশ বছরেও নৌকার কোনদিন বিপক্ষে যায়নি আসলে নির্বাচনে জোর করে কিছু অসাধু খারাপ লোক আমাকে দাঁড় করিয়েছে। তারা কিছুক্ষণ আগে আমার সাথে এগ্রিমেন্ট করেছে যদি নির্বাচনে জয়লাভ করি তাহলে সব কাজ আমরা পরিচালনা করব। আমি তাদের এই শর্তে রাজি না কিন্তু এই সন্ত্রাসী বাহিনীকে নওগাঁবাসী আগেই প্রত্যাখ্যান করেছে, আর বেশি কিছু বললাম না।”
আরেক পোস্টে লেখা হয়েছে, “আমি ইতিমধ্যে নির্বাচন থেকে সরে গেছি, কাজেই আমাদের সকলের প্রিয় প্রার্থী ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন ভাতিজাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।”
এছাড়াও আরও একাধিক পোস্টে নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থণ জানানোর দাবি ওই আইডিতে করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নওগাঁ-০৫ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর নির্বাচন থেকে সরে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি গুজব। বরং, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থণের বিষয়টি প্রচার করা হয়েছিল।
অনুসন্ধানে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর আসল ফেসবুক আইডি Shishan Ahmed খুঁজে পাওয়া যায়। মূল আইডিতে গতকালের একটি পোস্ট পাওয়া যায়, যেখানে ওই পেজের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিকে অপপ্রচার বলে উল্লেখ করা হয় এবং পেজটি ভুয়া বলে জানানো হয়।
শিষাণ আহনেদ তার আসল ফেসবুক আইডির ওই পোস্টে লিখেছেন– “কে বা কাহারা আমার নামে এই ফেক আইডি খুলে নির্বাচন কেন্দ্রীক নানামুখী অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি আইনী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে। নওগাঁবাসীকে এই সব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আমি নওগাঁ বাসীর সাথে ছিলাম, আছি এবং থাকবো। আগামীকাল ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচন করছি এবং সবাই কে ট্রাক মার্কায় ভোট দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি।
আমার এই একমাত্র ফেইসবুক আকাউন্ট ব্যতিত অন্য কোনো আকাউন্ট নেই।
নিচের প্রোফাইল টি একটি ফেক প্রোফাইল, সবাই দয়া করে রিপোর্ট করবেন। লিঙ্ক – https://www.facebook.com/profile.php?id=61554461750515&mibextid=LQQJ4d”
ওই ফেক আইডির অপপ্রচারের বিষয়ে গতকাল রাত সাড়ে ৮টায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছেন তিনি৷ সংবাদ সম্মেলনের একটি ভিডিও তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন।
ওই সংবাদ সম্মেলনে ফেক আইডির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “নির্বাচনে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী তার পরাজয় জেনে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তারা আমার নামে ফেক আইডি খুলে আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলে মিথ্যা অপপ্রচার করছে। তিনি এই অপপ্রচারে নওগাঁ সদর আসনের ভোটারদের বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি নির্বাচনে আছি এবং থাকবো। এতে বিভ্রান্ত হবার কিছু নেই।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিষাণ আরও বলেন, “বেশ কিছুদিন আগে আমার নামে ফেক আইডি খোলা হয়। আমি ওই সময়ে প্রশাসনকে অবহিত করেছি। ফেক আইডি থেকে আগে কোন অপপ্রচার করা না হলেও আজ সন্ধ্যা থেকে অপপ্রচার করা হচ্ছে। ফেক আইডি থেকে অপপ্রচারের বিষয়ে প্রশাসন ও রিটানিং অফিসারকে জানিয়েছি। তবে এখনও কোনো প্রতিকার পাইনি।”
পরবর্তীতে শিষাণ আহমেদ ফেসবুক আইডিতে ২০২৩ সালের ৫ ডিসেম্বরের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, যেখানে তিনি ওই আইডিটি যে ফেক তা নিয়ে লোকজনকে সতর্ক করে একটি পোস্ট করেছিলেন।
তিনি ওই পোস্টে লিখেন– “কে বা কাহারা আমার নামে এই ফেক আইডি খুলে নির্বাচন কেন্দ্রীক নানামুখী অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি আইনী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে। নওগাঁবাসীকে এই সব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আমি নওগাঁ বাসীর সাথে ছিলাম, আছি এবং থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনারাও আমার পাশে থাকবেন এই প্রত্যাশা করি।”
প্রোফাইল ট্রান্সপারেসি সেকশন থেকে দেখা যায়, ওই আইডিটি গত ৩ ডিসেম্বর (২০২৩) খোলা হয়। এটির প্রোফাইল ও কাভার ছবি ব্যতিত গতকালের পূর্বের আর কোনো পোস্ট বর্তমানে টাইমলাইনে নেই।
অর্থাৎ, নির্বাচনকে কেন্দ্র করেই নওগাঁ-০৫ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নামে ওই আইডিটি তৈরি করে স্বতন্ত্র ওই প্রার্থীর বিপক্ষেই পোস্ট করা হয় এবং সর্বশেষ ওই প্রার্থীর নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ার গুজব প্রচার করা হয়, যা ফেসবুক পোস্ট ও সংবাদ সম্মেলের মাধ্যমে ওই স্বতন্ত্র প্রার্থী অপপ্রচার হিসেবে নিশ্চিত করেছেন।
সুতরাং, নওগাঁ-০৫ আসনের সংসদ নির্বাচন থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর নৌকা প্রার্থীকে সমর্থণ দেওয়ার বিষয়টি গুজব।
তথ্যসূত্র
- Press conference of the independent candidate Shikhar Ahmed
- Facebook post of Shikhar Ahmed
- Rumor Scanner’s own analysis