কনডম নিয়ে পরিবেশ উপদেষ্টার মন্তব্য দাবিতে কালবেলার ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান “কনডম পচনশীল নয় তাই এর ব্যবহার বন্ধ করতে হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মূলধারার জাতীয় দৈনিক কালবেলা এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সৈয়দা রিজওয়ানা হাসান এমন কোনো মন্তব্য করেননি এবং কালবেলা এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের সাদৃশ্য রয়েছে। এছাড়া, ফটোকার্ডটিতে এটি প্রকাশের তারিখ হিসেবে ১৫ নভেম্বর, ২০২৪ উল্লেখ করা রয়েছে।

দাবির সত্যতা যাচাইয়ে কালবেলা এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালবেলার ওয়েবসাইট, ইউটিউবে চ্যানেল বা অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

Comparison: Rumor Scanner 

আলোচিত ফটোকার্ডটির সাথে কালবেলার ফটোকার্ড ফর্মেটের গ্রাফিক্যাল ডিজাইনের মিল থাকলেও কালবেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যান্ডেলগুলোতে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টে ভিন্নতা রয়েছে।

অর্থাৎ, কালবেলার ফটোকার্ড ডিজাইন নকল করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত দাবির সূত্রপাত বিষয়ে অনুসন্ধানে গত ২৫ সেপ্টেম্বর শেষ খবর নামের একটি ভূঁইফোড়  অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, “উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জন্মনিয়ন্ত্রণ কনডম পদ্ধতি ব্যবহার নিয়ে নতুন করে ভাবতে স্বাস্থ্য কর্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন, কনডম যেহেতু পচনশীল নয় সেক্ষেত্রে এর ব্যবহার বন্ধ করে জন্মনিয়ন্ত্রক টেবলেট ও ইনজেকশান ব্যবহারের জন্য সর্বস্তরের স্বাস্থ্য মাঠ কর্মীদের উদ্যোগ নেয়া প্রয়োজন। পলিথিনের পাশাপাশি অপচনশীল কনডম ব্যবহার বন্ধ করা উচিত বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।”

রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে শেষ খবর নামক পোর্টালটি একটি অনির্ভরযোগ্য পোর্টাল বলে প্রতীয়মান হয়েছে। সরকারের উপদেষ্টা যদি এমন মন্তব্য করে থাকেন তাহলে তা অবশ্যই মূলধারার গণমাধ্যম গুলোতে প্রচার হতো। তবে গণমাধ্যমগুলোতে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ০১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। সরকারের এই নির্দেশ যাঁরা অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

সুতরাং, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান “কনডম পচনশীল নয় তাই এর ব্যবহার বন্ধ করতে হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

  1. Rumour Scanner’s own 
  2. Prothom Alo- কাঁচাবাজারেও আজ থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ
  3. Kalbela- Facebook Page
  4. Kalbela-  Website
  5. Kalbeal- YouTube 

হালনাগাদ/ Update

২১ নভেম্বর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত আরো ফেসবুক পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্টকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img