সম্প্রতি, ‘নিষিদ্ধ ঘোষণা করা হলো আওয়ামী লীগকে’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে৷
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, বিএনপি নেতা মির্জা ফখরুলের ভিন্ন প্রসঙ্গের একটি বক্তব্যকে ব্যবহার করে ভুয়া এই দাবিটি ভুঁইফোঁড় সাইট থেকে ছড়ানো হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে এ সংক্রান্ত দাবির পোস্টগুলোর কমেন্টে উক্ত দাবি সম্বলিত “নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, মুখ খুললেন মির্জা ফখরুল” শিরোনামে প্রিয় বাংলা ২৪ নামে একটি সাইটের লিংক খুঁজে পাওয়া যায়।
এই লিংকে প্রবেশ করলে একটি প্রতিবেদন পাওয়া যায়, যাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রয়েছে, যাতে তিনি জানান, কোন দলের নিষিদ্ধের বিষয়টি আমরা সমর্থন করি না।
৩০ আগস্ট গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
মূল ধারার সংবাদমাধ্যমেও একই বক্তব্যই পাওয়া যায়। অর্থাৎ, মির্জা ফখরুলের বক্তব্যকে পুরো উল্টে দিয়ে দাবিটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবির বিষয়ে অন্যান্য গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ তবে, গত ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির সংবাদ গণমাধ্যমে পাওয়া যায়।
সুতরাং, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV – বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- Rumor Scanner Own Analysis