গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ০৯ নভেম্বর দলটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে ১০ নভেম্বর গনতন্ত্র পুণরুদ্ধারে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে প্রতিবাদ সমাবেশে যোগদানের ঘোষণা দেয়৷ এর প্রেক্ষিতে ১০ নভেম্বর ইন্টারনেটে প্রচারিত একটি ছবিতে দাবি করা হয়, আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশস্থল জিরো পয়েন্ট দখলে নিয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের জিরো পয়েন্ট দখলের দাবির ছবিটি ১০ নভেম্বরের নয় বরং, চলতি বছরের ০১ আগস্ট চট্টগ্রামে একটি ভিন্ন ঘটনার ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের ফেসবুক পেজে ২০২৪ সালের ০১ আগস্ট প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে।
উক্ত ফেসবুক পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেদিন (০১ আগস্ট) চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং শোক র্যালী আয়োজন করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ০৯ নভেম্বর রাত থেকে ছাত্র-জনতা ও আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা সমাবেশস্থল জিরো পয়েন্ট ও গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস দখলে নেয়। ১০ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা জিরো পয়েন্টে আসার চেষ্টা করলেও ছাত্র-জনতা তাদের প্রতিহত করে। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে ছাত্রলীগ নেতা-কর্মীদের জিরো পয়েন্টে জড়ো হয়ে দখলে নেওয়ার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ১০ নভেম্বরের সমাবেশস্থল জিরো পয়েন্ট ছাত্রলীগের দখলে নেওয়ার ছবি দাবিতে ০১ আগস্টের চট্টগ্রামের একটি শোক র্যালির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- আ.জ.ম নাছির উদ্দীন – Facebook Post
- Channel 24 – জিরো পয়েন্টে সবাই আছে, নেই শুধু আওয়ামী লীগ
- Rumor Scanner’s Own Analysis