সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা নিলয় আলমগীরের ছবিসহ একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, “অভিনেতা নিলয় আলমগীর আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছে”।

উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেতা নিলয় আলমগীরের মৃত্যুর দাবিটি সত্য নয় বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও নির্ভরযোগ্য সূত্রে নিলয় আলমগীরের মারা যাওয়ার দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায় এটিতে ১২ই জানুয়ারি, ২০২৫ তারিখ রয়েছে। তবে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে দেখা যায়, গত ১৩ই জানুয়ারি নিলয় আলমগীর মক্কায় তার হারানো মোবাইল ফিরে পাওয়ার বিষয়ে ছবিসহ একটি বিস্তারিত পোস্ট করেছেন।
গত ৭ই জানুয়ারি তার পেজ থেকে ‘দু’আ করবেন’ ক্যাপশনে একটি পোস্ট করে সপরিবারে ওমরাহ্ পালন করতে যাওয়ার কথা জানান। নিলয় আলমগীরের ওমরাহ্ পালন করতে যাওয়ার বিষয়ে মূলধারার একাধিক গণমাধ্যমের সূত্রেও নিশ্চিত হওয়া যায়।
সুতরাং, অভিনেতা নিলয় আলমগীরের মৃত্যুর দাবিটি মিথ্যা এবং বানোয়াট।
তথ্যসূত্র
- Niloy Alamgir – Facebook Post