ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নানা অঞ্চল। ইতোমধ্যে পুড়েছে বিস্তীর্ণ এলাকা ও ঘরবাড়ি। ঘটেছে প্রাণহানি। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি ছবির একটি কোলাজ প্রচার করে দাবি করা হয়েছে, “নিউইয়ার্কে আল্লাহর বা*হি*নী নেমে গেছে কেলোফোরনিয়া থেকে আ*গু*ন কি ভাবে নিউইয়ার্কে যাচ্ছে জাস্ট এটা মাত্র হেডলাইন।”।
কোলাজের উপরের বা প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একটি পাখি আগুন জ্বলা কোনো একটি বস্তু নিয়ে উড়ে যাচ্ছে এবং পাশেই আগুন জ্বলছে। কোলাজের নিচের বা দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, একটি পাখি আগুনের পাশে উড়ছে।
অর্থাৎ, দাবি করা হয়েছে যে ক্যালিফোর্নিয়া থেকে আগুন নিউইয়র্কে নিয়ে যাচ্ছে পাখিগুলো।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার দাবানলের সাথে সম্পৃক্ত কোনো ছবি নয় বরং ছবিগুলোর একটি ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় ধারণকৃত এবং অপরটিও অন্তত ৩ বছর পুরোনো।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। কোলাজের উপরের বা প্রথম ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে Banou news নামের একটি ফেসবুক পেজে ২০২২ সালের ১৪ ডিসেম্বরে প্রচারিত একটি পোস্টে উক্ত ছবিটির সংযুক্তি পাওয়া যায়৷ তবে, পোস্টটিতে ছবিটির স্থান বা সময়ের কোনো উল্লেখ পাওয়া যায়নি৷ পোস্টটিতে বলা হয়, চিল, বাজপাখি জাতীয় পাখি আগুন লাগানো বা ছড়ানোর জন্য দায়ী বলে নানা পর্যবেক্ষণে জানা যায়।

এছাড়াও, ২০২১ সালের ২৯ নভেম্বরে অ্যামাজিং ওয়ার্ল্ড রিয়েলিটি নামে একটি ওয়েবসাইটে “Why Do These Birds Intentionally Spread Fire In The Forest? | This Is How Birds Use Fire | Amazing Trick” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধেও উক্ত ছবিটির সংযুক্তি পাওয়া যায়৷ কিছু পাখি কেন ইচ্ছেকৃতভাবে আগুন ছড়িয়ে থাকে সে বিষয়েই মূলত নিবন্ধটিতে আলোচনা করা হয়। এছাড়া, নিবন্ধটিতে আশির দশকে অস্ট্রেলিয়ায় ধারণকৃত একটি ছবির বিষয়ে উল্লেখ করা হয় যার সাথে উক্ত ছবির বর্ণনার মিল পাওয়া যায়, তবে এই ছবিটি আশির দশকে অস্ট্রেলিয়ায় ধারণ করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে, ছবিটি যে সাম্প্রতিক সময়ের নয় সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়। কেননা, উক্ত ছবিটি অন্তত ২০২১ সাল থেকেই অনলাইনে বিদ্যমান।

পরবর্তী অনুসন্ধানে কোলাজের নিচের বা দ্বিতীয় ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারিতে “Crafty Australian birds may be resorting to arson to smoke out their prey” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটির সংযুক্তি পাওয়া যায়। ছবিটি সম্পর্কে বলা হয়, এটি উত্তর অস্ট্রেলিয়ার একটি দাবানলের কাছে ধারণকৃত। কিছু পাখি কেন এবং কীভাবে আগুন ছড়িয়ে থাকে সে বিষয়ে এই প্রতিবেদনেও উল্লেখ করা হয়।
এটি ছাড়াও, একইদিন তথা ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারিতে IBIS_journal ইউজারনেমের একটি এক্স অ্যাকাউন্টে প্রচারিত একটি এক্স পোস্টেও উক্ত ছবিটির সংযুক্তি পাওয়া যায়।
অপরদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নরের ওয়েবসাইট থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে গত ০৭ জানুয়ারি দাবানলের সূত্রপাত হয়।
সুতরাং, পুরোনো ছবি প্রচার করে সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার দাবানল পাখির মাধ্যমে নিউইয়র্কে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Benou news – Facebook Post
- Amazing World Reality – Why Do These Birds Intentionally Spread Fire In The Forest? | This Is How Birds Use Fire | Amazing Trick
- The Washington Post – Crafty Australian birds may be resorting to arson to smoke out their prey
- IBIS_journal – X Post
- gov.ca.gov – Here’s all the actions Governor Newsom has taken in response to the Los Angeles fires
- Rumor Scanner’s analysis
হালনাগাদ/ Update
২১ জানুয়ারি, ২০২৫ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একই দাবি সম্বলিত ইনস্টাগ্রাম ও ইউটিউব পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্টগুলোকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।