শনিবার, মে 24, 2025

ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেডের কর্মী নিয়োগের নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেডের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তিমূলক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, “ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সাল থেকে আর্থ-সামাজিক কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনের কাজ করে যাচ্ছে। ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেড (বিপিএল) এর বিভিন্ন কর্মসূচীতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ন প্রার্থীদের নিম্নলিখিত পদসমূহে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।

মাঠ পর্যায় সকল কার্যক্রম
কাজের ধরন: মাঠকর্মী।
পদ সংখ্যাঃ ৬,২৯০ টি।
বয়সের ক্ষেত্রে: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি তে জিপিএ ন্যূনতম ২.০০ থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের সকল জেলা।

আর্থিক সুবিধাসমূহঃ শিক্ষানবিশকালে (৬মাস) মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫০০০/- টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হবে, তখন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৫,৯৫৯/- টাকা হবে। এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে।

অন্যান্য: মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত হবার সুযোগ রয়েছে।”

ফেসবুকে প্রচারিত এমন বিজ্ঞপ্তি দেখুন  এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেডের কর্মী নিয়োগ দেওয়া সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুন, ২০২৫-ইং থেকে ২১ জুলাই, ২০২৫-ইং তারিখের মধ্যে [email protected] এর মাধ্যমে সিভি পাঠাতে বলা হয় এবং চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে ৫,০০০ টাকা জমা দিতে হবে (যোগদানের ৪ মাস পর ফেরতযোগ্য) বলে উল্লেখ করা হয়।

আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্রাকের অফিশিয়াল ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার। তবে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।

তবে, গত ১৫ মে ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানানো হয়। 

উল্লেখ্য, ব্র্যাক তাদের সকল প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রক্রিয়া তাদের ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করে। যাবতীয় কাগজপত্র অনলাইনের জমা নিয়ে থাকলেও সেখানে কোনরকম টাকার লেনদেন হয় না।

সুতরাং, ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img