সম্প্রতি পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার ঘটনার উত্তেজনার ঘটনায় নুর ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে ‘ভিপি নুরুল হক নুরের কাছে মামুন তুমি একটা তেলাপোকা…’ ক্যাপশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
কথিত এই প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘পটুয়াখালী – ০৩ আসনে দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকান্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং স্থানীয় বিএনপির সকল নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।’’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে, বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হাসান মামুনকে বহিষ্কার করা নিয়ে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ১৩ জুন, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফেসবুক পেজ ও মিডিয়া সেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ১৩ জুন বিএনপির ফেসবুক পেজ ও মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত পৃথক দুটি পোস্টে একটি প্রেস বিজ্ঞপ্তি সংযুক্ত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর যুক্ত উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে কথিত বহিষ্কারাদেশের প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করে বলা হয়, “কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে ১৩ জুন ২০২৫ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি তার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া এবং এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।”
সুতরাং, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে দাবিতে বিএনপির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP – Facebook Post
- BNP Media Cell – Facebook Post