সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকদের নামে প্রচারিত এই প্রেস রিলিজটি ভুয়া 

সম্প্রতি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো সংবলিত একটি কথিত প্রেস রিলিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি “বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারবৃন্দ”–এর নামে প্রচার করা হচ্ছে। ২২ মে ২০২৫ তারিখযুক্ত এই প্রেস রিলিজে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা এবং বর্তমান সরকারকে আর সমর্থন না করার নিতীগত সিদ্ধান্তের কথাও বলা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত একই দাবি দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো যুক্ত এই কথিত প্রেস রিলিজটি আসল নয় বরং, নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়া সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে এই ভুয়া প্রেস রিলিজটি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

কথিত প্রেস রিলিজটির বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, এটি বিশ্বস্ত কোনো সূত্র থেকে প্রকাশিত হয়নি এবং দেশের কোনো গণমাধ্যমেও এটি প্রচারিত হয়নি। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমেই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সত্যিই যদি এমন কোনো প্রেস রিলিজ সশস্ত্র বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারদের পক্ষ থেকে প্রকাশিত হতো, তবে তা গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হওয়ার কথা ছিল।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণেও কথিত প্রেস রিলিজে কিছু অসংগতি পাওয়া গেছে। এতে ‘সাধারণ’, ‘প্রাণপ্রিয়’, ‘প্রমাণিত’, ‘জনগণ’ ইত্যাদি সাধারণ শব্দেও বানান ভুল লক্ষ্য করা গেছে। প্রেস রিলিজের শিরোনাম ও তারিখ ইংরেজিতে এবং বাকি অংশ বাংলায় লেখা হয়েছে। এছাড়াও, “বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারবৃন্দ” নামে যৌথ বিবৃতি বাস্তবসম্মত নয়, কারণ এই বাহিনীগুলো স্বাধীন কাঠামো ও কমান্ড চেইনে পরিচালিত হয় এবং এমন কোনো স্বীকৃত সংগঠনেরও অস্তিত্ব নেই।

এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল (২৩ মে) প্রকাশিত একটি পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে এটি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি।

সুতরাং, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো সংবলিত আলোচিত প্রেস রিলিজটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img