মাশরাফির করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে বলে ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া এ বিষয়টির সূত্র হিসেবে সময় টিভিকে দেখানো হলেও সময় টিভিতে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ।
উপরোক্ত বিষয়টি নিয়ে আমরা মাশরাফির পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান ” মাশরাফি সুস্থ আছেন তবে দ্বিতীয়বার পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসার বিষয়টি সত্য নয়” ।
উল্লেখ্য, মাশরাফির শারীরিক অবস্থার অবনতি নিয়ে পূর্বেই এধরণের গুজব ছড়ানো হয়েছিলো ।
অর্থাৎ ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ গুজব।
[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মাশরাফির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]