মূল ঘটনা : উল্লেখিত বা ভাইরাল ছবিটি ঘূর্ণিঝড় আম্ফানের সময়কার নয়।
পাশাপাশি এটি বাংলাদেশের ও নয়।
এটি মূলত ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়ার কোনো অঞ্চলের ২০১৯ সালের ছবি যা পূর্বেই ২০১৯ সালের ডিসেম্বর মাসে ভাইরাল হয়েছিলো।
তবে প্রথম আপলোডের তারিখ সম্পর্কে এখনো নিশ্চিত না হওয়া গেলেও প্রায় প্রতিটি পেজ থেকেই এটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিলো ।
তবে আজ, কিছু ফেসবুক গ্রুপে এটি বাংলাদেশের সুন্দরবনের ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী অবস্থা বলে দাবি করা হচ্ছে, যা সম্পূর্ন অসত্য এবং গুজব ।
[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ঘূর্ণিঝড় আম্ফানে বাংলাদেশের রাস্তার অবস্থা
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]