সম্প্রতি “ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন ইলন মাস্ক” শীর্ষক শিরোনামে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে সংবাদগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইলন মাস্ক ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কিনতে যাচ্ছেন না বরং মজা করার উদ্দেশ্যেই তিনি উক্ত ক্লাবটি ক্রয়ের কথা জানিয়ে টুইট করেছেন।
ইলন মাস্কের ম্যানচেস্টার ইউনাইটেড কেনার তথ্যটির সত্যতা যাচাইয়ে ইলন মাস্কের টুইটার একাউন্ট ঘুরে দেখা যায়, ইলন মাস্ক ১৭ আগস্ট তার টুইটার একাউন্টে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিয়ে একটি টুইট করেছেন।
টুইটটিতে ইলন মাস্ক বলেন, “আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি। আপনারা স্বাগত।”
কিন্তু তার এই পোস্টটিকে রিটুইট করা Tesla Owners Silicon Valley নামের একটি টুইটার একাউন্টে রিপ্লাই বক্সে তিনি জানান, এটি টুইটারে চলা আসা দীর্ঘদিনের একটি কৌতুক। আমি কোনো স্পোর্টস টিম কিনছি না।
তবে ইলন মাস্ক আরেকটি টুইটার একাউন্টের রিপ্লাইয়ে জানান, ম্যানচেস্টার ইউনাইটেড তার শৈশব থেকেই পছন্দের দল। যদি কোনো টিম কিনেন, তবে এটাকেই কিনবেন।
এদিকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো বিশ্লেষণ করে দেখা যায়, গণমাধ্যমগুলো ইলন মাস্কের প্রথম টুইটটিকেই সূত্র ধরে সংবাদ প্রচার করেছে।


সংবাদগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
তবে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি প্রথমে ইলন মাস্কের ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়া সংক্রান্ত সংবাদ প্রচার করলেও তাদের ওয়েবসাইটে ১৭ আগস্ট দুপুর ২ টা ১১ মিনিটে “রোনালদোদের নিয়ে মজা করেছেন ইলন মাস্ক” শীর্ষক শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনটিতে তারা ইলন মাস্কের রিটুইটটিকে উদ্ধৃত করে জানায়, “সমর্থকদের খুব বেশিক্ষণ এ নিয়ে চিন্তা ভাবনায় রাখেননি ইলন মাস্ক। প্রথম টুইটের ঘণ্টা চারেক পরে রিটুইটে জানিয়ে দেন তিনি কোনো ক্লাব কিনতে চান না। মজা করেই তিনি ম্যানইউ কেনার কথা বলেছেন। ইলন মাস্ক তার রিটুইটে লেখেন, ‘না, এটা টুইটারে অনেক দিন ধরে চলা একটি কৌতুক। আমি কোনো ক্লাব কিনছি না।’”
মূলত, ইলন মাস্ক বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে টুইট করে আলোচনায় এসেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সময় ১৭ আগস্ট, বুধবার টুইট করে জানান, তিনি ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন। তবে এর ঘণ্টা কয়েক পরেই ইলন মাস্ক রিটুইট করে জানান, তিনি প্রকৃত অর্থে ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন না। দীর্ঘদিন ধরে টুইটারে চলমান কৌতুককেই ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন তিনি।
সুতরাং ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ইলন মাস্কের কিনে নেওয়ার তথ্যটি সঠিক নয়; এটি মূলত তার একটি ব্যঙ্গাত্মক টুইট থেকে ছড়িয়ে পড়ে।
তথ্যসূত্র
Elon Musk on Twitter: https://twitter.com/elonmusk/status/1559691922725281800
Elon Musk on Twitter: https://twitter.com/elonmusk/status/1559760618537848832