ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা-২০২৫। গত ২৮ ফেব্রুয়ারি মাসব্যাপী অনুষ্ঠিত এই বইমেলার পর্দা নামে। এরই প্রেক্ষিতে এবারের বইমেলায় বিক্রীত বইয়ের একটি হিসাব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, এবারের বই বিক্রির পরিমাণ ইতিহাসের সর্বনিম্ন। দাবি অনুযায়ী, ২৭ দিনে মাত্র ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার বই বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় নজিরবিহীনভাবে কম।
দাবিতে আরও উল্লেখ করা হয়, তুলনামূলকভাবে ২০২৪ সালে ২৯ দিনব্যাপী বইমেলায় আনুমানিক ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। ২০২৩ সালে এ পরিমাণ ছিল ৪৭ কোটি, ২০২২ সালে প্রায় ৫২.৫ কোটি, এবং ২০২০ সালে প্রায় ৮২ কোটি টাকা। এমনকি, ২০২১ সালে কোভিড লকডাউনের মধ্যেও বই বিক্রির পরিমাণ ছিল ৩ কোটি ১১ লাখ টাকা, যা এবারের তুলনায় তিনগুণেরও বেশি।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে এক্সে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এবারের বইমেলায় মাত্র ৬১ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে প্রচারিত দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এই পরিমাণ কেবল বাংলা একাডেমির স্টল ও প্যাভিলিয়ন থেকে বিক্রীত বইয়ের হিসাব। পুরো বইমেলার অন্যান্য স্টল মিলিয়ে মোট বিক্রির পরিমাণ এখনো প্রকাশ করেনি বাংলা একাডেমি।
এ বিষয়ে অনুসন্ধানে, গত ২৮ ফেব্রুয়ারি বিডিনিউজ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর সম্মিলিত বই বিক্রির পরিসংখ্যান এখনো প্রকাশ করেনি মেলা পরিচালনা কমিটি। তবে বাংলা একাডেমির বই বিক্রি গত বছরের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলা একাডেমি বইমেলায় ১ কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি করেছিল, ২০২৩ সালে যা ছিল ১ কোটি ৩৩ লাখ টাকা। তবে এবারের মেলায় (২৭ ফেব্রুয়ারি পর্যন্ত) বাংলা একাডেমির বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকায়।
একই বিষয়ে, ৪ মার্চ বণিকবার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে বাংলা একাডেমি সূত্রের বরাতে জানানো হয়েছে, সদ্য শেষ হওয়া বইমেলায় প্রতিষ্ঠানটি বিক্রি করেছে ৬১ লাখ টাকার বই। গত বছর বিক্রি হয়েছিল ১ কোটি ৩৬ লাখ টাকার। সে হিসেবে এবার গত বছরের তুলনায় অর্ধেকেরও কম বই বিক্রি হয়েছে।
এছাড়া, ১ মার্চ কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বইমেলায় বাংলা একাডেমির পক্ষ থেকে মোট বিক্রির পরিমাণ জানানো হয়নি। তবে বাংলা একাডেমির স্টল ও প্যাভিলিয়ন থেকে বিক্রির পরিমাণ ছিল ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকা।
এই বিষয়ে বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক এবং মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিনের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, ৬১ লাখ টাকা কেবল বাংলা একাডেমির স্টল ও প্যাভিলিয়ন থেকে বিক্রীত বইয়ের পরিমাণ। এটি পুরো বইমেলার মোট বিক্রির হিসাব নয়।
তিনি আরও জানান, বইমেলায় মোট বিক্রির সঠিক পরিসংখ্যান নির্ধারণের কাজ চলছে এবং শিগগিরই তা গণমাধ্যমে জানানো হবে।
সুতরাং, এবারের বইমেলায় মাত্র ৬১ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে প্রচারিত দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bdnews24: পর্দা নামল বইমেলার: কমেছে নতুন বই, বেচাকেনাও
- Bonik Barta: বইমেলায় বড় প্রকাশকদের বিক্রি নেমেছে অর্ধেকে
- Kaler Kantho: বইমেলায় বইয়ের সংখ্যা ও বিক্রি কমেছে
- Statement from Sarker Amin, Deputy Director at Bangla Academy.