ব্যারিস্টার সুমনের পুরোনো ভিডিওকে বিকৃতভাবে সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে প্রচার

গত জুলাই মাসের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার আগে ও পরে তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দেশ ছেড়েছেন বলে জানা যায়। এরই প্রেক্ষিতে, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ‘আওয়ামিলীগের পাপের জন্য দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি’ ইউটিউবে শীর্ষক থাম্বনেইলে উল্লেখপূর্বক একটি ভিডিও প্রচার করা হয়েছে। এছাড়াও, উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমেরিকা থেকে একি বললেন ব্যারিস্টার সুমন’ শীর্ষক শিরোনামে প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার সুমনের নামে প্রচারিত ভিডিওটি গত ০৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পরবর্তী সময়ের নয় বরং, ভিডিওটি গত এপ্রিল মাস থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। যা বিকৃতভাবে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের লক্ষ্যে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির তথ্যমতে, ব্যারিস্টার সুমন নিউইয়র্কে বসে মাধবপুর এবং চুনারুঘাট মানুষদের ফেসবুকে লেখালেখির কথা উল্লেখ করে বলেন, অতীতে বাপ-চাচাদের পাপের শাস্তি বর্তমান জেনারেশনকে ভোগ করতে হয়। এবং নিজেকে অনেক জবাবাদিহি করতে হয় উল্লেখ করে বলেন, আমি জবাবদিহি করতে প্রস্তুত। এছাড়াও প্রয়োজনে মাধবপুর-চুনারঘাটে মহাসমাবেশ ডাকার কথা বলেন তিনি এবং এই সমাবেশের মাধ্যমে তিনি হবিগঞ্জের জনসাধারণকে একত্রিত হওয়ার কথা বলবেন বলে নিজের আশা ব্যাক্ত করেন। মহাসমাবেশ করে নেত্রীর (শেখ হাসিনা) কাছে সংবাদ পৌঁছানোর জন্য উক্ত এলাকার আরও তিনজন এমপি’র প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন , চলেন আমরা একত্রিত হয়। এবং ভিডিও’র শেষে নিজের এলাকার মানুষদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা এইটার জন্য যে কষ্ট করতেছেন তার জন্য দুঃখ প্রকাশ করি। 

তবে, ভিডিওটিতে ব্যারিস্টার সুমন কি কথা বলেছেন তা বুঝা যায়নি।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও’র কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Barrister Syed Sayedul Haque Suman’ এর অফিসিয়াল ফেসবুক পেজে গত ০৩ এপ্রিল ‘বিদ্যুতের লোড সিডিং এর ব্যাপারে এম পি হিসাবে আমার জবাবদিহিতা।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ৫মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাথে মিল খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটি থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটি থেকে জানা যায়, রমজান মাসে লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মাধবপুর ও চুনারঘাটের জনসাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলে ব্যারিস্টার সুমন তাঁর সংসদীয় এলাকার জনগণের প্রতি ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে লোডশেডিং কমানোর জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন এবং লোডশেডিংয়ের সমস্যার সমাধান না হলে তিনি মহাসমাবেশের ডাক দিবেন বলেও হুশিয়ারী দেন। 

অর্থাৎ, এটা নিশ্চিত যে ভিডিওটি ০৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরবর্তী সময়ের নয়। তবে ব্যারিস্টার সুমন বর্তমানে কোথায় আছেন সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গত ১৯ আগস্ট ‘আপনাদেরকে বুঝাতে না পারাটাই আমার ব্যর্থতা।’ শীর্ষক শিরোনামে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। ভিডিওটিতে তিনি কোটা সংস্কার আন্দোলনে তার অবস্থানের কথা তুলে ধরেন। এছাড়া, গত ২১ আগস্ট সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়েও ফেসবুকে ভিডিও বার্তা দেন, ভিডিওটিতে তিনি বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য সকলের নিকট আহ্বান জানান।

সুতরাং, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পুরোনো ভিডিওকে গত ০৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরবর্তী সময়ে আমেরিকায় গিয়ে ভিডিও বার্তা দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img