সম্প্রতি, দর্শকরা তামিমকে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দিয়েছেন দাবিতে গত ২৩ জানুয়ারি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে খেলা তামিম ইকবালের আউট হয়ে ফেরার সময়কার একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত ভাইরাল এক ভিডিও এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি প্রায় ১ লক্ষ ৮৩ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৮ হাজার ৮০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। মন্তব্য পড়েছে ১ হাজার ৭০০ এবং শেয়ার হয়েছে ৪৩৩ বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ গত ২৩ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালের খেলায় তামিম ইকবালের আউট হয়ে ফেরার সময় তাকে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে চলমান বিপিএলে গত ২০ জানুয়ারি তামিমের দল ফরচুন বরিশাল ও সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স খেলায় দর্শকদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনির শিকার হন সাকিব আল হাসান। সেই দুয়োধ্বনিকেই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তামিমের মাঠ থেকে ফেরার ভিডিওয়ের সঙ্গে যুক্ত করে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি এবং ভিডিওতে যুক্ত অডিওর বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম।
ভিডিও যাচাই
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে থাকা স্কোরবোর্ডের সূত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে খেলাধুলা বিষয়ক ইউটিউব চ্যানেল ‘Rabbitholebd Sports’ এ গত ২৩ জানুয়ারি “Comilla Victorians vs Fortune Barishal | 8th Match | Highlights | Season 10 | BPL 2024” শীর্ষক শিরোনামে প্রকাশিত ম্যাচটির হাইলাইটস ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওর ৪ মিনিট ১৯ সেকেন্ড সময় থেকে ৪ মিনিট ২৬ সেকেন্ড অংশের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে কোথাও তামিম ইকবালকে উদ্দেশ্য করে দর্শকদের ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান শোনা যায়নি।
অডিও যাচাই
ভিডিওটিতে যুক্ত ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনির অনুসন্ধানে খেলাধুলা বিষয়ক প্ল্যাটফর্ম ‘T Sports’ এর ইউটিউব চ্যানেলে গত ২০ জানুয়ারি “Shakib vs Tamim | Match 3 | BPL 2024 | T Sports” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷
উক্ত ভিডিও বিশ্লেষণে জানা যায়, গত ২০ জানুয়ারি সাকিব আল হাসানের রংপুর টাইগার্সের মুখোমুখি হয় তামিম ইকবালের ফরচুন বরিশাল। উক্ত ম্যাচের দ্বিতীয়ার্ধের সপ্তম ওভারে ফরচুন বরিশালের ব্যাটসম্যান তামিম ইকবাল মুখোমুখি হন সাকিব আল হাসানের বোলিং এর। ওভারে শেষের দিকে দর্শকদের “ভুয়া ভুয়া” দুয়োধ্বনি শিকার হন সাকিব আল হাসান।
উক্ত ভিডিওর ২ মিনিট থেকে ২ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত সাকিবকে উদ্দেশ্য করে দর্শকদের দেওয়া ‘ভুয়া ভুয়া’ স্লোগানের সাথে ‘তামিমকে উদ্দেশ্যে করে দর্শক ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছে’ দাবিতে প্রচারিত আলোচ্য ভিডিওতে থাকা অডিওর হুবহু মিল রয়েছে।
অর্থাৎ, সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
মূলত, গত ২৩ জানুয়ারি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় তামিম ইকবালের ফরচুন বরিশাল। উক্ত ম্যাচে তামিম ইকবালের আউট হয়ে মাঠ থেকে ফেরার সময়কার একটি ভিডিওকে তামিমকে উদ্দেশ্য করে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দিয়েছে দাবিতে প্রচার করা হয় । তবে রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে, তামিম ইকবালের আউট হয়ে মাঠ থেকে ফেরার সময় দর্শকরা তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি দেয়নি বরং গত ২০ জানুয়ারি ফরচুন বরিশাল ও রংপুর টাইগার্সের খেলায় সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে দর্শকদের ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি দেওয়ার স্লোগানটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।
সুতরাং, ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি যুক্ত তামিম ইকবালের আউট হয়ে ফেরার সময়কার ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Rabbitholebd Sports : Comilla Victorians vs Fortune Barishal | 8th Match | Highlights | Season 10 | BPL 2024
- T Sports : Shakib vs Tamim | Match 3 | BPL 2024 | T Sports
- Rumor Scanner’s own analysis