সম্প্রতি, শিশুশিল্পী সিমরিন লুবাবা একটি রেস্টুরেন্টের প্রচারণার কাজে গিয়ে ‘হেগে দিয়েছি‘ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিমরিন লুবাবা প্রচারিত ভিডিওতে ‘হেগে দিয়েছি’ শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং সেই ভিডিওতে লুবাবা ‘হেসে দিয়েছি’ শীর্ষক মন্তব্যের স্থলে ‘হেগে দিয়েছি’ শীর্ষক মন্তব্য ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জুড়ে দেওয়া হয়েছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে সিমরিন লুবাবা’র ফেসবুক অ্যাকাউন্টে গত ২৪ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে উক্ত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, হাওয়া রুফটপ নামে ঢাকার একটি রেস্টুরেন্টে সিমরিন লুবাবা একটি প্রমোশনাল ভিডিও করেন।
ভিডিওতে সিমরিন লুবাবা বলেন, “কেন্দে দিয়েছি, কেন্দে দিয়েছি, সব জায়গায় কেন্দে দিয়েছি। এখন আপনারা কি মনে করেন আমি কেন্দে দিয়েছি? না আমি হাওয়াতে এসে হেসে দিয়েছি। আরে ভাই সবাই হাসেন, সবাই হাসেন।”
অর্থাৎ, ‘হেগে দিয়েছি’ নয়, লুবাবা হেসে দিয়েছি শীর্ষক মন্তব্য করেছেন ভিডিওতে।
Hawa Rooftop নামের রেস্টুরেন্টের ফেসবুক পেজেও সিমরিন লুবাবার একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
মূলত, সম্প্রতি হাওয়া রুফটপ নামে ঢাকার একটি রেস্টুরেন্টে প্রচারণার কাজে যান শিশুশিল্পী সিমরিন লুবাবা। রেস্টুরেন্টের একটি প্রমোশনাল ভিডিওতেও তাকে অভিনয় করতে দেখা যায়, যেখানে লুবাবা বলেন, “কেন্দে দিয়েছি, কেন্দে দিয়েছি, সব জায়গায় কেন্দে দিয়েছি। এখন আপনারা কি মনে করেন আমি কেন্দে দিয়েছি? না আমি হাওয়াতে এসে হেসে দিয়েছি।” তবে সম্প্রতি উক্ত ভিডিও ডাউনলোড করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় হেসে দিয়েছি শীর্ষক মন্তব্যের স্থলে ‘হেগে দিয়েছি’ আওয়াজ যুক্ত করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, শিশুশিল্পী সিমরিন লুবাবা হেগে দিয়েছি শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Simrin Lubaba – Facebook Post
- Hawa Rooftop – Facebook Post
- Rumor Scanner’s own analysis