সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘হাসিনা, ও হাসিনা তুই অপরাধী রে/ আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে’ শীর্ষক গান গাইছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ‘হাসিনা, ও হাসিনা তুই অপরাধী রে/ আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে’ শীর্ষক গান গাওয়ার দাবিটি সঠিক নয় বরং, ২০১৯ সালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশন চ্যানেল আরটিভি-র ঈদ স্পেশাল মিউজিক শো ‘আড্ডা গানে ঈদ’-এ পলক অতিথি হিসেবে যান। যেখানে তার গাওয়া একটি গানের দৃশ্যকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন গান বসিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি এর সংগীত বিষয়ক ইউটিউব চ্যানেল RTV Music এ ২০১৯ সালের ১০ জুন Adda Gaane Eid | আড্ডা গানে ঈদ | Zunaid Ahmed Palak | Eid Exclusive Music Show শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যলোচনার মাধ্যমে দেখা যায়, ভিডিওটির শেষের দিকের কিছু অংশের সাথে আলোচিত ভিডিওটির জুনাইদ আহমেদ পলকের গান গাওয়ার দৃশ্যের হুবহু মিল রয়েছে। তবে ভিডিওটিতে তাকে ‘হাসিনা, ও হাসিনা তুই অপরাধী রে/ আমার রক্তে পাওয়া স্বাধীনতা দে ফিরাইয়া দে’ শীর্ষক গানটি নয় বরং, পপ সম্রাট আজম খানের ‘অভিমানী’ গানটি গাইতে শোনা যায়।
পরবর্তীতে আলোচিত ভিডিওটিতে ব্যবহৃত গানের সূত্র অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে স্বাধীনতা Shadhinota নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৮ জানুয়ারি তুই বড় অপরাধী, হাসিনা তোর ক্ষমা নাই রে শীর্ষক প্রচারিত মূল গানটি খুঁজে পাওয়া যায়।
তবে ভিডিওটির বিস্তারিত বিবরণী পর্যালোচনা করেও গানটির শিল্পীর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একাধিক ইউটিউব চ্যানেলে এই গানটি প্রচারিত হতে দেখা গেলেও সেগুলোর সাথে এর সময়ের এবং ভিউয়ের পার্থক্য পর্যালোচনা করে ধারণা করা যায় উক্ত চ্যানেলেই গানটি প্রথম প্রচারিত হয়েছে।
মূলত, ২০১৯ সালের পবিত্র ঈদুর ফিতর উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে আয়োজিত ঈদের বিশেষ সংগীত অনুষ্ঠান ‘আড্ডা গানে ঈদ’- এ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্যে জনপ্রিয় প্রতিমন্ত্রী পলক উক্ত অনুষ্ঠানেও দর্শক শ্রোতাদের একাধিক গান গেয়ে শোনান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি পপ সম্রাট আজম খানের একটি গানও গান। সম্প্রতি, আরটিভি’র অনুষ্ঠানে তার গাওয়া ওই গানের কিছু ক্লিপের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ফুটেজ এবং ‘তুই বড় অপরাধী, হাসিনা তোর ক্ষমা নাই রে’ শীর্ষক একটি গান ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে একটি ভিডিও তৈরি করে দাবি করা হচ্ছে, জুনাইদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘হাসিনারে হাসিনারে তুই অপরাধীরে’ শীর্ষক গান গেয়েছেন।
সুতরাং, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ‘হাসিনারে হাসিনারে তুই অপরাধীরে’ শীর্ষক গান গাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- RTV Music Youtube Channel: Adda Gaane Eid | আড্ডা গানে ঈদ | Zunaid Ahmed Palak | Eid Exclusive Music Show
- স্বাধীনতা Shadhinota Youtube Channel: তুই বড় অপরাধী, হাসিনা তোর ক্ষমা নাই রে …#Oporadhi#Hasina#প্রতিবাদী_গান#খালেদাজিয়া #তারেকরহমান#bnp
- Rumor Scanner’s Own Analysis